এক্সপ্লোর
Advertisement
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ভেল্কি প্রাক্তন পাক স্পিনার আব্দুল কাদিরের ছেলের
ক্যানবেরা: অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের হয়ে গত বুধবার খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারে ধস নামালেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার আব্দুল কাদিরের ছেলে। বাবার মতোই লেগ স্পিনার ২৫ বছরের উসমান কাদির। পূর্ণ শক্তির দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে এই প্রথম অস্ট্রেলিয়ার জার্সি পরে মাঠে নামলেন উসমান প্রধানমন্ত্রী একাদশের হয়ে। ম্যাচ জিতল প্রধানমন্ত্রী একাদশ। সেই জয়ে উজ্জ্বল অবদান থাকল উসমানের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের আগে এই একদিনের অনুশীলন ম্যাচ খেলেছিল দক্ষিণ আফ্রিকা।
টেম্পোরারি অ্যাক্টিভিটি ভিসাতে অস্ট্রেলিয়াতে রয়েছেন উসমান। সেদেশে যাতে থাকতে পারেন এবং নাগরিকত্ব লাভ করে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারেন, সেজন্য তিনি ডিস্টিঙ্গুইস্ট ট্যালেন্ট ভিসার আর্জির পরিকল্পনা রয়েছে তাঁর। সেই স্বপ্ন পূরণ হলে ফায়াদ আহমেদের মতো আরও এক পাকিস্তানি হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য সে দেশের নাগরিকত্ব নেবেন। ২০১৩-তে অভিষেকের পর ফায়াদ পাঁচবার অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন।
ক্যানবেরার ওই ম্যাচে ১০ ওভারে ২৮ রানে ৩ উইকেট নেওয়ার পর উসমান বলেছেন, তাঁর লক্ষ্য ২০২০-তে অস্ট্রেলিয়ার হয়ে টি ২০ বিশ্বকাপ খেলা। তার আগেই যদি অস্ট্রেলিয়ার হয়ে কোনও টেস্ট বা একদিনের ম্যাচ খেলার সুযোগ পান, তাহলে দারুণ হবে।
উসমান অস্ট্রেলিয়ান গ্রেড ক্রিকেটে খুব ভালো পারফর্ম করেছেন। সম্প্রতি শেফিল্ড শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয়েছে তাঁর।
Usman Qadir grabs his third - and he's pretty pumped about it! The Proteas finish with just 173 at Manuka Oval. Scores: https://t.co/dcTzaMaejm #PMXIvSA pic.twitter.com/73jhjYA9p1
— cricket.com.au (@cricketcomau) October 31, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement