এক্সপ্লোর
Advertisement
তদন্ত চলাকালীন পাণ্ড্য, রাহুলকে খেলতে দেওয়া হোক, আর্জি সি কে খন্নার
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের দুই সদস্য হার্দিক পাণ্ড্য ও লোকেশ রাহুলকে দল থেকে বাদ দেওয়ার বিরোধী বিসিসিআই-এর কার্যনির্বাহী সভাপতি সি কে খন্না। প্রশাসক কমিটির কাছে তাঁর আর্জি, বিতর্কিত মন্তব্যের জন্য তদন্ত চললেও, এই দুই ক্রিকেটারকে ভারতীয় দলে ফেরানো হোক। এ বিষয়ে বিশেষ সাধারণ সভা আয়োজন করবেন না বলেও জানিয়ে দিয়েছেন খন্না।
একটি টেলিভিশন শোয়ে মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন পাণ্ড্য ও রাহুল। এর জেরে তাঁরা তীব্র সমালোচনার মুখে পড়েন। ভারতীয় দল ও বিসিসিআই-ও বিষয়টিকে ভালভাবে নেয়নি। এই দুই ক্রিকেটারকে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে দেশে ফেরানো হয়। তাঁদের সাসপেন্ড করা হয়েছে। প্রশাসক কমিটি চাইছে, এই দুই ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ করার জন্য ওম্বাডসম্যান নিয়োগ করুক সুপ্রিম কোর্ট। তবে খন্না এর বিরোধী। তিনি প্রশাসক কমিটিকে লেখা চিঠিতে বলেছেন, ‘ওরা ভুল করেছে। ওদের ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ চলাকালীন দেশে ফেরানো হয়েছে। ওরা নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছে। আমার পরামর্শ হল, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা অবিলম্বে এই দুই ক্রিকেটারকে ভারতীয় দলে ফেরানো হোক এবং ওদের নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে দেওয়া হোক।’
বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসনের ঘনিষ্ঠ ১৪টি রাজ্য সংস্থা বিশেষ সাধারণ সভা আয়োজনের অনুরোধ জানিয়ে খন্নাকে চিঠি দিয়েছে। ওম্বাডসম্যান নিয়োগের বিষয়ে যাতে সিদ্ধান্ত নেওয়া যায় সেজন্য দ্রুত বিশেষ সাধারণ সভা ডাকার আর্জি জানিয়ে খন্নাকে চিঠি দিয়েছেন বিসিসিআই-এর কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরীও। তবে খন্না জানিয়েছেন, ‘বিসিসিআই-এর সংবিধান অনুযায়ী, শুধু বার্ষিক সাধারণ সভাতেই ওম্বাডসম্যান নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। তাছাড়া বিষয়টি বিচারাধীন।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement