এক্সপ্লোর
একই ক্লাবের হয়ে সর্বাধিক গোল, পেলের রেকর্ড ছুঁলেন মেসি
সমস্ত প্রতিযোগিতায় কোনও একটি ক্লাবের হয়ে সর্বাধিক গোলের ক্ষেত্রে পেলের রেকর্ড স্পর্শ করলনে বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচে এই নজির গড়লেন এলএম টেন। প্রথমার্ধে গোল করে বার্সেলোনার হয়ে ৬৪৩ তম গোল করলেন মেসি। এই একই সংখ্যক গোল পেলে করেছিলেন তাঁর ক্লাব স্যান্টোসের হয়ে। মেসি পেলের সেই নজির স্পর্শ করলেন।
![একই ক্লাবের হয়ে সর্বাধিক গোল, পেলের রেকর্ড ছুঁলেন মেসি Lionel Messi equals Peles record Argentina Player Surpasses record most goals for one club একই ক্লাবের হয়ে সর্বাধিক গোল, পেলের রেকর্ড ছুঁলেন মেসি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/21010336/messi.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বার্সেলোনা: সমস্ত প্রতিযোগিতায় কোনও একটি ক্লাবের হয়ে সর্বাধিক গোলের ক্ষেত্রে পেলের রেকর্ড স্পর্শ করলনে বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচে এই নজির গড়লেন এলএম টেন। প্রথমার্ধে গোল করে বার্সেলোনার হয়ে ৬৪৩ তম গোল করলেন মেসি। এই একই সংখ্যক গোল পেলে করেছিলেন তাঁর ক্লাব স্যান্টোসের হয়ে। মেসি পেলের সেই নজির স্পর্শ করলেন।
৩৩ বছরের মেসি গতকালের ম্যাচে ঝাঁপিয়ে হেড করে বল বিপক্ষের জালে জড়িয়ে দেন। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে এই গোল করেন তিনি। কিন্তু প্রথমার্ধেই পেনাল্টিতে গোল করার সুযোগ হাতছাড়া করেন। ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জাউমে ডোমেনিকের দক্ষতায় মেসির শট আটকে যায়।
মেসির গোল সত্ত্বেও ম্যাচ জিততে পারেননি বার্সেলোনা। ম্যাচ ২-২ ড্র হয়। প্রত্যেক দলকে একটি করে পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
বার্সেলোনার হয়ে গোল করেছেন মেসি ও রোনাল্ডো আজুরো। অন্যদিকে, ভ্যালেন্সিয়ার হয়ে গোল করেছেন মউকটার ডিয়াকহাবি ও ম্যাস্কিমিলানো গঞ্জালেজ।
লা লিগায় পয়েন্ট তালিকায় ১৩ ম্যাচে ২১ পয়েন্ট পঞ্চম স্থানে নেমে গিয়েছে মেসির ক্লাব। তালিকার শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের তুলনায় বার্সেলোনা ৮ পয়েন্টে পিছিয়ে রয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)