Lionel Messi: ইন্টার মায়ামি থেকে লোনে বার্সেলোনায় ফিরবেন মেসি?
MLS: মাত্র মাসখানেক আগেই লিওনেল মেসি ইন্টার মায়ামিতে সরকারিভাবে যোগদান করেন।
ফ্লোরিডা: মাসখানেক আগেই মেজর লিগ সকারের (Major League Soccer) ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগদান করেছেন লিওনেল মেসি (Lionel Messi)। যুক্তরাষ্ট্রের ক্লাবের হয়ে মেসির শুরুটা কিন্তু স্বপ্নের মতোই হয়েছে। ইতিমধ্যেই একের পর এক গোল করে যুক্তরাষ্ট্রেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন 'এলএম১০'। তবে ইতিমধ্যেই মেসির বার্সায় ফেরায় কানাঘুষো শোনা যাচ্ছে।
গত মরশুম শেষেই প্যারিস সঁ জরমঁকে বিদায় জানিয়েছিলেন মেসি। তারপর থেকে তাঁর পরবর্তী দল নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছিল। মেসিকে দলে নেওয়ার দৌড়ে সৌদি আরবের এক ক্লাব, ইন্টার মায়ামির পাশাপাশি তাঁর প্রাক্তন দল বার্সেলোনাও ছিল। তবে আর্থিক কারণে ফের একবার মেসিকে হাতছাড়া করে বার্সা। তবে জুয়ান লাপোর্তা মেসিকে পুনরায় কাতালান ক্লাবে নিতে ব্যর্থ হলেও, তিনি সমর্থকদের কথা দেন যে বার্সার হয়ে মেসি নিজের বিদায়ী ম্যাচ খেলবেন। এখন কানাঘুষো শোনা যাচ্ছে এমএলএসের বিরতির সময় মেসিকে বার্সায় লোনে পাঠানো হতে পারে।
এই জল্পনায় কি আদৌ কোনও সত্যি রয়েছে? ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার জর্জ মাস (Jorge Mas) কিন্তু এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন, 'আমি এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না। আমি জানি না এটা কোনও ফ্রেন্ডলি না ওর জন্য বিশেষভাবে আয়োজিত বিদায়ী ম্যাচ। ওরা গ্রীষ্মে গ্যাম্ফার ট্রফি নামক এক টুর্নামেন্টে অংশ নেয়। তবে সেটা সম্ভবত ক্যাম্প ন্যু আবার খোলা হলে তারপরেই হবে। পরবর্তী দেড় বছর তো ওরা ওখানে খেলবে না। আশা করছি এই সুযোগে মেসি ঠিকঠাকভাবে বার্সা অনুরাগীদের বিদায় জানাতে পারবেন।'
Los 1️⃣1️⃣#MIAvATL | 7:30PM ET | 📺 Watch live now using #MLSSeasonPass on @AppleTV here: https://t.co/JZtEpe9Hfa pic.twitter.com/kfuEPtzudN
— Inter Miami CF (@InterMiamiCF) July 25, 2023
এরপরেই তিনি আরও যোগ করেন, 'তবে এটা কিন্তু বার্সার হয়ে খেলা নয়। ও ওখানে লোনে যাচ্ছে না। সেটা হবে না। তবে হ্যাঁ, ওরা ওই বিদায়ীটা প্রাপ্য এবং এমন পরিস্থিতি সামনে এলে আমি নিজের যথাসাধ্য চেষ্টা করব, যাতে ও সেই সুযোগটা পায়।' প্রসঙ্গত, ইন্টার মায়ামির সঙ্গে মেসির দুই বছরের চুক্তি রয়েছে। মেসিকে বার্ষিক ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার বেতন তো দেওয়াই হচ্ছে। পাশাপাশি তিনি একাধিক স্পনসরের তরফেও তিনি উপার্জন করছেন।
আরও পড়ুন: দেওধর ট্রফিতে জয় পেল মধ্যাঞ্চল, পশ্চিমাঞ্চল, হার অভিমন্যুদের