(Source: ECI/ABP News/ABP Majha)
Deodhar Trophy 2023: দেওধর ট্রফিতে জয় পেল মধ্যাঞ্চল, পশ্চিমাঞ্চল, হার অভিমন্যুদের
Deodhar Trophy: পাঁচ উইকেটে পূর্বাঞ্চলকে হারায় দক্ষিণাঞ্চল।
পুদুচেরি: দেওধর ট্রফিতে ময়ঙ্ক আগরওয়াল, সাই সুদর্শনের অর্ধশতরানের সুবাদে অভিমন্যু ঈশ্বরণদের পূর্বাঞ্চলকে (East Zone vs South Zone) হারাল দক্ষিণাঞ্চল। নিজেদের ম্যাচে জয় পেল মধ্যাঞ্চল (Central Zone), পশ্চিমাঞ্চলও (West Zone)।
ব্যাট হাতে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ব্যর্থ অভিমন্যু ঈশ্বরণ। মাত্র ১২ রানে সাজঘরে ফেরেন তিনি। অপর ওপেনার বিরাট সিংহ ৪৯ রানের ইনিংস খেলেন।শুভ্রাংশু সেনাপতি করেন ৪৪ রান। এই দুই ব্যাটার আউট হলেই পূর্বাঞ্চলের ব্যাটিংয়ে ধস নামে। সম্পূর্ণ ব্যর্থ হয় দলের মিডল অর্ডার। সৌরভ তিওয়ারি (৫), রিয়ান পরাগ (১৩), কুমার কুশাগ্র (২), শাহবাজ আমেদরা (৪) কেউই রান পাননি। মাত্র ১৪৩ রানে আট উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল পূর্বাঞ্চল। সেখান থেকে আকাশদীপ ও মুখতার হুসেনের নবম উইকেটে ৭৪ রানের পার্টনারশিপ পূর্বাঞ্চলকে ২০০ রানের গণ্ডি পার করায়। আকাশদীর ৪৪ ও মুখতার ৩৩ রান করেন। ২২৯ রানে অল আউট হয় পূর্বাঞ্চল।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চলের হয়ে অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল শুরু থেকেই দুরন্ত ব্যাটিং করে দলকে কোনও সময়েই চাপে পড়তে দেননি। তিনি ৮৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন সাই সুদর্শন। দুইজনে মিলে ১১৮ রান যোগ করেন। শেষে জগদীশানের ৩২ রানের ইনিংসে পাঁচ উইকেট ও ৩৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় দক্ষিণাঞ্চল।
অপরদিকে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে আট উইকেটে সহজ জয় পায় মধ্যাঞ্চল। উত্তর-পূর্বাঞ্চলের কোনও ব্যাটারই অর্ধশতরানের গণ্ডিও পার করতে পারেনি। মাত্র ১৬৪ রানেই তাঁদের ইনিংস শেষ হয়ে যায়। জবাবে যশ দুবে ও শিবম চৌধুরীর দুরন্ত ইনিংসের সুবাদে জয় পায় মধ্যাঞ্চল। শিবম ৮৫ রানের ইনিংস ও যশ দুবে ৭২ রান করেন।
উত্তরাঞ্চলের বিরুদ্ধে শিবম দুবের ব্যাটিংয়ে ভর করে সহজ জয় পেল পশ্চিমাঞ্চল। প্রথমে ব্যাট করে ২৫৯ রান তোলে উত্তরাঞ্চল। দলের হয়ে অধিনায়ক নীতীশ রানা ৫৪ রানের ইনিংস খেলেন। হিমাংশু রানাও ৫৪ রান করেন। শুভম রোহিলা শেষের দিকে শতাধিক স্ট্রাইক রেটে ৫৬ রানের ইনিংস খেলেন। শামস মুলানি নেন তিন উইকেট। জবাবে পশ্চিমাঞ্চল অধিনায়ক প্রিয়ঙ্ক পাঞ্চাল অল্প রানে সাজঘরে ফিরলেও আরেক ওপেনার হার্ভিক দেশাই ৫৬ রানের ইনিংস খেলেন। এরপর পঞ্চম উইকেটে দুবে ও কথন পটেল অপরাজিত ১৩৮ রান যোগ করে দলের জয় সুনিশ্চিত করেন। দুবে ৮৩ ও পটেল ৬৩ রানে অপরাজিত থাকেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট থেকে নাম তুলে নিলেন রাহানে