Lionel Messi Transfer: বার্সেলোনা নয়, আগামী মরসুমে খেলবেন ইন্টার মিয়ামিতেই, নিশ্চিত করলেন মেসি
Lionel Messi: বার্সেলোনার কিংবদন্তি এই ফুটবলার সৌদি আরবের আল ক্লাব আল হিলাল থেকে লোভনীয় একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
প্যারিস: মরসুম শেষেই প্যারিস সঁ জরমেঁর সঙ্গে লিওনেল মেসির (Lionel Messi) চুক্তি শেষ হয়েছে। তারপর থেকেই গুঞ্জন চলছিল তিনি বার্সেলোনাতে (FC Barcelona) ফিরতে পারেন। আবার তাঁকে নাকি সৌদির ক্লাব আল হিলালও বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে ইউরোপের পর এবার এশিয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-লিওনেল মেসি দ্বৈরথ দেখা যেত। কিন্তু সবাইকে চমকে দিয়ে আমেরিকান ফুটবল ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে চলেছেন মেসি। আর্জেন্তাইন কিংবদন্তি নিজেই ইন্টার মিয়ামিতে (Inter Miami) যোগ দেওয়ার কথা নিশ্চিত করে দিয়েছেন।
বেকহ্যামের ক্লাবে মেসি
বার্সেলোনার কিংবদন্তি এই ফুটবলার সৌদি আরবের আল ক্লাব আল হিলাল থেকে লোভনীয় একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সরকারিভাবে মেসিকে ইন্টার মিয়ামির খেলোয়াড় হিসাবে এখনও সকলের সামনে আনা না হলেও, ডেভিড বেকহ্যামের মালিকাধীন ক্লাব মিয়ামি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে মেসির দলের যোগ দেওয়ার পূর্বাভাস দেন। মেসি নিজেও ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার কথা নিশ্চিত করে দিয়েছেন। তিনি নিজের পরিবারের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেন জানান 'এলএম১০'।
মেসি বলেন, 'আমি ইন্টার মিয়ামিতেই যোগ দিচ্ছি এবং এটা ১০০ শতাংশ নিশ্চিত। আমি এমন এক সময়ে রয়েছি যেখানে আমি প্রচারের আলো থেকে কিছুটা দূরে, পরিবারের কাছে থাকতে চাই। বিগত দুই বছর আমার পরিবারের জন্য একেবারেই সুখকর ছিল না। এটা যুক্তরাষ্ট্রে যাওয়ার সঠিক সময়। ফুটবলটাকে একটু ভিন্নভাবে উপভোগ করার সময়। হ্যাঁ, জয়ের খিদে এবং দলের প্রতি দায়িত্বটা সবসময় ছিল এবং থাকবেই, তবে একটু শান্তভাবে গোটা বিষয়টা আমি উপভোগও করতে চাই।'
ইউরোপিয়ান দলের প্রস্তাব নাকচ
মেসি নিজেই জানান তিনি ইউরোপের আরও একটি ক্লাব থেকে প্রস্তাব পেলেও, তিনি একমাত্র বার্সেলোনাই ফিরতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভবপর ছিল না। 'সত্যি বলতে ইউরোপের আরও একটি দল আমাকে প্রস্তাব দিয়েছিল বটে। তবে আমি সেই প্রস্তুাব নিয়ে বিচার বিবেচনাও করিনি, কারণ আমি একমাত্র বার্সাতেই ফিরতে চেয়েছিলাম। আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চেয়েছিলাম এবং সেই কারণেই বার্সাতে ফিরিনি। যদি বার্সায় ফিরতে পারতাম, তাহলে আমি সবথেকে খুশি হতাম। তবে ফেরাটা সম্ভব ছিল না।' জানান বার্সেলোনার সর্বকালের সর্বাধিক গোলদাতা।
আরও পড়ুন: খাবারের মান নিয়ে চিন্তা? বিপদ এড়াতে ঘরেই নজর কোন কোন দিকে?