Lionel Messi: বার্সা সভাপতির সঙ্গে দেখা করলেন মেসির বাবা, প্রাক্তন ক্লাবেই ফিরছেন লিও?
Leo Messi: এ মরসুম শেষেই পিএসজির সঙ্গে আর্জেন্তাইন তারকা লিওনেল মেসির চুক্তিও শেষ হয়েছে।
নয়াদিল্লি: এ মরসুম শেষেই প্যারি সঁ জরমেঁর সঙ্গে লিওনেল মেসির (Lionel Messi) চুক্তি শেষ হয়েছে। প্যারিসের ক্লাবের সঙ্গে তিনি আর নতুন চুক্তি স্বাক্ষর করেননি। ফলে স্বাভাবিকভাবেই তাঁর পরবর্তী ঠিকানা কী হতে চলেছে, সেই নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। গুঞ্জন শোনা যাচ্ছিল যে তিনি নিজের প্রাক্তন ক্লাব বার্সেলোনাতে (Barcelona) ফিরতে পারেন। মেসি নিজেও যে স্পেনের ক্লাবে ফিরতে চান, তা তাঁর বাবা তথা এজেন্ট জর্জ মেসি (Jorge Messi) কোনও রাখঢাক না করেই জানিয়েও দিলেন।
বার্সাতেই ফিরতে আগ্রহী
মেসির বাবা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, 'লিও বার্সাতে ফিরতে চাই এবং ও বার্সায় ফিরুক সেটাই আমারও ইচ্ছা। আমার আশাবাদী যে লিও নিজের প্রাক্তন ক্লাবে ফিরতে পারবে।' বার্সা সভাপতি জুয়ান লাপোর্তা সাম্প্রতিক সময়ে বারংবার মেসিকে বার্সাতে ফেরানোর ইচ্ছাপ্রকাশ করেছেন। এই সব জল্পনা-কল্পনার মাঝেই শোনা যাচ্ছে মেসির বাবা জর্জ, বার্সার সভাপতির সঙ্গে এক বৈঠক সেরেছেন। কিন্তু সেই বৈঠকের ফলাফল আপাতত নেতিবাচকই।
মেসির বিরাট বেতন যে কোনও ক্লাবের জন্যই একটি চ্যালেঞ্জ। তিনি বার্সাতে ফিরলে ক্লাব ফের একবার আর্থিক স্বচ্ছ্বলতার নিয়মের (ফাইনানশিয়াল ফেয়ার প্লে) ঘেরাটোপে পড়তে পারে। এই নিয়ম রক্ষা করার স্বার্থেই জর্জের সঙ্গে সাক্ষাৎকারে বার্সা কর্তৃপক্ষ চাইলেও মেসির জন্য ঠিকঠাক প্রস্তাব দিতে পারেননি বলেই খবর। প্রসঙ্গত, শীঘ্রই বার্সা কর্তৃপক্ষ লা লিগার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বলে শোনা যাচ্ছে। সেই বৈঠকেই কাতালুনিয়ার ক্লাব নিজের আয়-ব্যয়ের খরচ দিতে পারে।
মেসির পরবর্তী গন্তব্য
প্রসঙ্গত, মেসি বার্সাতে ফিরতে চাইলেও, খুব বেশিদিন এই বিষয়টা ফেলে রাখতে নয়, বরং দ্রুতই নিজের পরবর্তী গন্তব্য ঠিক করে ফেলতে চান আর্জেন্তাইন কিংবদন্তি। বিশ্বকাপজয়ীকে ইতিমধ্যেই সৌদি আরবের ক্লাব আল হিলাল ও ইন্টার মায়ামি মোটা টাকার প্রস্তাব দিয়ে রেখেছে। বার্সা যদি সত্যিই আর্থিক কারণে মেসিকে দলে নিতে না পারে, তাহলে মেসি কোন দলে যোগ দেন, সেটাই দেখার বিষয়। তিনি এশিয়ায় আসলে কিন্তু সৌদি লিগে ফের একবার মেসি-রোনাল্ডো দ্বৈরথ দেখা যাবে। সেই ম্য়াচ দেখতে নিশ্চয়ই মুথিয়ে থাকবেন দর্শকরা। মেসির পাশাপাশি আসন্ন মরসুমে সৌদি প্রো-লিগে যোগ দিতে পারেন করিম বেঞ্জেমাও। তিনিও কিন্তু তাঁর চুক্তি শেষে ১৪ বছর পর রিয়াল মাদ্রিদ ছাড়ছেন।
আরও পড়ুন: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড