এক্সপ্লোর
Live: জেসন রয়ের অর্ধশতরান, জাডেজার জোড়া উইকেট, ইডেনে জমজমাট লড়াই

কলকাতা: ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ইডেন উদ্যানে। টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওপেনার জেসন রয়ের (৬৫) অর্ধশতরানের সুবাদে ভাল শুরু করেছে ইংল্যান্ড। রবীন্দ্র জাডেজা জোড়া উইকেট নিয়েছেন। তবে বড় রানের পথেই এগিয়ে চলেছে ইংল্যান্ড। এই মুহূর্তে ব্যাট করছেন জনি বেয়ারস্টো (৪০) ও জোস বাটলার (১)। ৩৪ ওভারের শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ১৯৫। রয় ছাড়া আউট হয়েছেন স্যাম বিলিংস (৩৫) ও অধিনায়ক ইয়ন মর্গ্যান (৪৩)। ইংরেজ অধিনাককে আউট করেছেন হার্দিক পাণ্ড্য। এই ম্যাচে ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। চোটের জন্য দলের বাইরে বাঁ হাতি ওপেনার শিখর ধবন। তাঁর বদলে খেলছেন অজিঙ্ক রাহানে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















