IPL 2023: চোটই হল কাল, আইপিএল ও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গেলেন রাহুল
IPL 2023, K L Rahul Update: আইপিএলে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে লখনউ সুপারজায়ান্টস। প্লে অফে যাওয়ার অন্যতম দাবিদার তিনি।
লখনউ: আইপিএল থেকে ছিটকেই গেলেন কে এল রাহুল। এমনকী টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেও নিজেকে সরিয়ে নিলেন রাহুল। আরসিবি ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন। লখনউয়ের জার্সিতে এরপর ওপেনেও নামতে পারেননি। এবার পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন ডানহাতি এই ব্যাটার। আরসিবি ম্যাচে ফাফ ডু প্লেসির একটি শট বাউন্ডারি লাইনে বাঁচাতে গিয়েছিলেন রাহুল। সেই সময়ই আচমকা কোমরের নীচে ব্যথা পান রাহুল। এরপর টিমের ফিজিওর কাঁধে ভর করে মাঠে ছাড়তে দেখা যায় তাঁকে। এরপর চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে ক্রুণাল পাণ্ড্য অধিনায়কত্ব করেছিলেন লখনউ দলের। সূত্রের খবর, আগামী সব ম্যাচগুলোয় লখনউয়ের নেতৃত্বে দেখা যাবে বঢোদরার এই অলরাউন্ডারকেই। নিজের ইনস্টাগ্রাম পোস্টে রাহুল লিখেছেন, ''আগামী মাসে ভারতীয় দলের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারব না বলে একেবারে ভেঙে পড়েছি। ভারতীয় দলে ফিরে আসতে যা কিছু প্রয়োজন, সেটা করব আমি এবং ভারতীয় দলকে সাহায্য করতে মুখিয়ে আছি। সেটাই বরাবর আমার অগ্রাধিকার থেকেছে।''
চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন রাহুল। এখনও পর্যন্ত ২৭৪ রান নিজের নামের পাশে যোগ করেছেন তিনি। গড় ৩৪.২৫। এদিকে সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াডে রয়েছেন রাহুল। কিন্তু একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এখনও পর্যন্ত আইপিএলে লখনউ সুপারজায়ান্টস ৫টি ম্যাচ জিতেছে। ঝুলিতে পুরেছে ১০ পয়েন্ট।
রাহুল যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় স্কোয়াড থেকে ছিটকে যান, তাহলে তাঁর জায়গা কে আসবেন, তা নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে। যদি উইকেট কিপার ব্য়াটার হিসেবেই প্লেয়ার নেওয়া হয়, তবে ঋদ্ধিমান সাহা আসতে পারেন। কিন্তু বাংলার পাপালির সাম্প্রতিক পারফরম্যান্স ব্য়াট হাতে একদমই ভাল নয়।
বিশেষ মাইলফলক স্পর্শ রাসেলের
চলতি আইপিএলে ব্যাট হাতে একেবারেই ফর্মে নেই আন্দ্রে রাসেল (Andre Russell)। বৃহস্পতিবার, ৫ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (KKR vs SRH) শুরুটা ভাল করেছিলেন রাসেল। তবে ফের একবার বড় রান করতে ব্যর্থ হন। ১৫ বলে ২৪ রান করেই সাজঘরে ফেরেন 'দ্রে রাস'। অবশ্য এই ম্যাচেই একটি বিশেষ মাইলফলক স্পর্শ করেন রাসেল। রাসেল হায়দরাবাদের বিরুদ্ধে দুইটি ছক্কা হাঁকান। এর সুবাদেই তিনি মাত্র তৃতীয় খেলোয়াড় হিসাবে টি-টোয়েন্টিতে ছয়শোটি ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করলেন। রাসেলের আগে মাত্র দুইজনের দখলে এই কৃতিত্ব রয়েছে। ঘটনাক্রমে, উভয়েই রাসেলের মতোই ক্যারিবিয়ান তারকা। রাসেল বাদে 'ইউনিভার্স বস' ক্রিস গেল ১০৫৬টি ও কায়রন পোলার্ড ৮১২টি ছয় মেরেছেন।