Asia Cup 2022: এই ২ তারকার অফফর্মই কী ভারতের এশিয়া কাপে চিন্তার কারণ? কী বললেন জয়বর্ধনে?
Asia Cup: কিন্তু ২ জনই এই মুহূর্তে চূড়ান্ত অফফর্মে। আর এই বিষয়টিই ভারতীয় দলকে এশিয়া কাপে চিন্তায় ফেলবে বলে মনে করছেন শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়বর্ধনে।
মুম্বই: এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলে ফিরে এসেছেন বিরাট কোহলি (Virat Kohli) ও কে এল রাহুল (K L Rahul)। রােহিত শর্মার নেতৃত্ব আসন্ন টুর্নামেন্টে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। আর সেই দলেই রোহিতের (Rohit Sharma) ডেপুটি হিসেবে রয়েছেন রাহুল। কিন্তু ২ জনই এই মুহূর্তে চূড়ান্ত অফফর্মে। আর এই বিষয়টিই ভারতীয় দলকে এশিয়া কাপে চিন্তায় ফেলবে বলে মনে করছেন শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়বর্ধনে।
কী বলছেন জয়বর্ধনে?
প্রাক্তন লঙ্কা অধিনায়ক বলেন, ''কে এল রাহুল আইপিএলের পর থেকে আর ক্রিকেট খেলেনি। এছাড়াও চোটের মধ্যে ছিল ও। এই পরিস্থিতিতে যত তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নেবে ফের, ততই ভাল। আমার মনে হয় কয়েকটা ম্যাচ খেললেই রাহুল আত্মবিশ্বাস ফিরে পাবে।''
উল্লেখ্য, গত আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন রাহুল। লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে গোটা মরসুমে মোট ৬১৬ রান করেছেন তিনি। রাজস্থান রয়্যালসের জস বাটলারের পর দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী ছিলেন এই ডানহাতি ব্যাটার। কিন্তু এরপর থেকেই চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুরো সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর জার্মানিতে চিকিৎসা করিয়ে এসে দলে যোগ দিয়েছিলেন। কিন্তু করোনা আক্রান্ত হয়ে ফের একবার ছিটকে যান। সেক্ষেত্রে আসন্ন এশিয়া কাপেই আইপিএলের পর ফের মাঠে নামতে চলেছেন কর্ণাটকের ব্যাটার।
শুধু রাহুলই নয়, বিরাট কোহলির অফফর্ম নিয়েও মুখ খুলেছেন মাহেলা জয়বর্ধনে। তিনি বলেন, ''এই মুহূর্তে বিরাট যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা দুর্ভাগ্যজনক, কিন্তু সে একজন বিশ্বমানের প্লেয়ার। আমি বিশ্বাস করি বিরাট আবার নিজের সেরা ফর্মে ফিরবে খুব তাড়াতাড়ি। এর আগেও ও অফফর্ম থেকে ফিরে এসেছে। ব্যাটে রান করে সবাইকে জবাব দিয়েছে। কারণ আমরা সবাই জানি যে বিশ্বমানের প্লেয়ার তার কাছে ফর্ম সবসময়ই অস্থায়ী। যে কোনও সময় যে ফর্মে ফিরতে পারে।''