MS Dhoni: হাতে ভগবত গীতা, পন্থের চিকিৎসকের কাছে হাঁটু দেখাতে মুম্বইয়ে ধোনি
IPL 2023: মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) কি চাপের মুখে শান্ত, সংযত থাকার পাঠ নেন ভগবত গীতা (Bhagavad Gita) থেকে?
মুম্বই: ওয়ান ডে বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স ট্রফি। টেস্টে বিশ্বের এক নম্বর দলের শিরোপা। পাঁচ-পাঁচটি আইপিএল। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। কী নেই তাঁর সাফল্যের মুকুটে?
রবিবার রাতে পঞ্চমবারের জন্য আইপিএল ট্রফি উঠেছে তাঁর হাতে। চাপের মুখে যাঁর ঠান্ডা মাথায় নেতৃত্ব দেওয়ার দক্ষতা গোটা বিশ্বের কুর্নিশ কুড়িয়ে নিয়েছে। তাঁর নামকরণই হয়ে গিয়েছে, 'ক্যাপ্টেন কুল'।
সেই tমহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) কি চাপের মুখে শান্ত, সংযত থাকার পাঠ নেন ভগবত গীতা (Bhagavad Gita) থেকে?
বৃহস্পতিবার সেই প্রশ্নটা জোরাল হয়ে আছড়ে পড়ল। কারণ, এদিন ধোনির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। যে ছবিতে ধোনির হাতে দেখা যাচ্ছে ভগবৎ গীতা।
আমদাবাদে গুজরাত টাইটান্সকে হারিয়ে পঞ্চম আইপিএল জেতার পরই মুম্বই গিয়েছেন ধোনি। চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) কাশী বিশ্বনাথন বলেছেন, 'ধোনি গিয়েছে চিকিৎসক, ডক্টর পার্ডিওয়ালার সঙ্গে দেখা করতে। তাঁর পরামর্শ মেনে অস্ত্রোপচার করিয়ে পরের আইপিএলের আগে সেরে উঠতে চায় ও।'
সদ্যই গুজরাত টাইটান্সকে হারিয়ে নয়া ইতিহাস রচনা করেছে চেন্নাই সুপার কিংস। রেকর্ড পঞ্চম আইপিএল (IPL 2023) খেতাব জিতে নিয়েছে সিএসকে (CSK)। গোটা মরসুম জুড়েই দুর্দান্ত নেতৃত্বের পরিচয় দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। তিনি ব্যাট হাতে তেমন বড় ইনিংস খেলতে না পারলেও, উইকেটের পিছনে তাঁর ক্ষিপ্রতা দেখে বোঝা দায় যে তিনি ৪০ পেরিয়েছেন। কিন্তু মরসুম জুড়েই ধোনি হাঁটুর সমস্যায় ভুগেছেন। শোনা যাচ্ছে এবার সেই হাঁটুর সমস্যা দূর করতেই মুম্বইয়ে একগুচ্ছ পরীক্ষা করাতে চলেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার।
MS Dhoni in Mumbai after winning the IPL 2023. pic.twitter.com/8omYdFanIO
— Johns. (@CricCrazyJohns) June 1, 2023
ধোনির হাঁটুর সমস্যার জন্য তাঁর কিপিংয়ে কোনও সমস্যা না হলেও, ব্যাটিং করার সময় উইকেটের মাঝে যে তাঁর ছুটতে অসুবিধা হচ্ছিল, তা খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। এমনকী সিএসকের ব্যাটিং কোচ মাইকেল হাসিও স্বীকার করে নেন যে ধোনি হাঁটুর সমস্যায় ভুগছেন এবং তার ফলে যাতে তাঁর হাঁটুতে বাড়তি চাপ না পড়ে, সেই কারণে ইনিংসের বেশি ওভার বাকি থাকলে ব্যাটেও নামছেন না ধোনি। এটাই সিএসকে অধিনায়ক ধোনির শেষ আইপিএল হতে যাচ্ছে বলেও জল্পনা শোনা যাচ্ছিল। কিন্তু সেসব জল্পনায় জল ঢেলে দিয়েছেন মাহি।
আরও পড়ুন: ABP Exclusive: পরিচয়পত্রের বিভ্রাটে পিছিয়ে গেল ফেরা, ৪টি আঙুল বাদ যেন না যায়, প্রার্থনা পিয়ালির