Khel Ratna Award 2021: খেলরত্ন পাচ্ছেন নীরজ চোপড়া, সুনীল ছেত্রী সহ ১২ জন
Major Dhyan Chand Khel Ratna Award: এবার ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া সহ ১২ জন ক্রীড়াবিদ।
নয়াদিল্লি: এবার ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া সহ ১২ জন ক্রীড়াবিদ। তাঁদের মধ্যে আছেন টোকিও অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর রবি কুমার দাহিয়া, বক্সার লভলিনা বর্গোহাঁই, ভারতের পুরুষদের হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংহ, পুরুষ হকি দলের গোলকিপার পি আর শ্রীজেশ, প্যারা অ্য়াথলিট অবনী লেখারা, প্যারা অ্যাথলিট সুমিত আন্টিল, প্যারা অ্যাথলিট প্রমোদ ভগৎ, প্যারা অ্যাথলিট কৃষ্ণা নাগর, ক্রিকেটার মিতালি রাজ এবং ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।
এবার অর্জুন পুরস্কার পাচ্ছেন ৩৫ জন অ্যাথলিট। তাঁরা হলেন অ্যাথলিট অর্পিন্দর সিংহ, বক্সার সিমরণজিৎ সিংহ, ক্রিকেটার শিখর ধবন, ফেন্সিং খেলোয়াড় সি এ ভবানী দেবী, হকি খেলোয়াড় মনিকা, হকি খেলোয়াড় বন্দনা কাটারিয়া, কবাডি খেলোয়াড় সন্দীপ নরওয়াল, মল্লখাম্ব খেলোয়াড় হিমানী উত্তম পরব, শ্যুটার অভিষেক বর্মা, টেনিস খেলোয়াড় অঙ্কিতা রায়না, কুস্তিগীর দীপক পুনিয়া, হকি খেলোয়াড় দিলপ্রীত সিংহ, হকি খেলোয়াড় হরমনপ্রীত সিংহ, হকি খেলোয়াড় রুপিন্দর পাল সিংহ, হকি খেলোয়াড় সুরেন্দর কুমার, হকি খেলোয়াড় অমিকত রোহিদাস, হকি খেলোয়াড় বীরেন্দ্র লাকরা, হকি খেলোয়াড় সুমিত, হকি খেলোয়াড় নীলকান্ত শর্মা, হকি খেলোয়াড় হার্দিক সিংহ, হকি খেলোয়াড় বিবেক সাগর প্রসাদ, হকি খেলোয়াড় গুর্জন্ত সিংহ, হকি খেলোয়াড় মনদীপ সিংহ, হকি খেলোয়াড় শামশের সিংহ, হকি খেলোয়াড় ললিত কুমার উপাধ্যায়, হকি খেলোয়াড় বরুণ কুমার, হকি খেলোয়াড় সিমরণজিৎ সিংহ, প্যারা অ্যাথলিট যোগেশ কাঠুনিয়া, প্যারা অ্যাথলিট নিষাদ কুমার, প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার, প্যারা অ্যাথলিট সুহাষ যতিরাজ, প্যারা অ্যাথলিট সিংহরাজ আধানা, প্যারা অ্যাথলিট ভাবিনা পটেল, প্যারা অ্যাথলিট হরবিন্দর সিংহ ও প্যারা অ্যাথলিট শরদ কুমার।
ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ’১৩ নভেম্বর রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ও অর্জুন পুরস্কার দেওয়া হবে। এ বছর এই পুরস্কারের জন্য অনেকজনের নাম সুপারিশ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুন্দরাম শর্মার নেতৃত্বাধীন কমিটি তার মধ্যে থেকে বেশ কয়েকটি নাম বেছে নিয়েছে। বাছাই কমিটিতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ছাড়াও ছিলেন বিখ্যাত কয়েকজন ক্রীড়াবিদ এবং ক্রীড়া সাংবাদিকতা ও ক্রীড়া প্রশাসনের বিষয়ে দক্ষতাসম্পন্ন ব্যক্তি। তাঁরাই পুরস্কার প্রাপকদের নাম বেছে নিয়েছেন।’