এক্সপ্লোর
Tata Steel Masters 2025: বিশ্বচ্যাম্পিয়ন গুকেশকে হারিয়ে টাটা স্টিল মাস্টার্সে খেতাব জয় প্রজ্ঞানন্দের
Tata Steel Masters 2025 Champion: টুর্নামেন্টে টাইব্রেকারে ২-১ ফলে গুকেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। ফাইনালের শেষে দুজনেরই সমান পয়েন্ট ছিল। টাইব্রেকারে শেষ হাসি হাসেন প্রজ্ঞানন্দ।
টাটা স্টিল মাস্টার্স খেতাব জয় প্রজ্ঞানন্দের
1/8

কিছুদিন আগেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ডি গুকেশ। কিন্তু টাটা স্টিল চেস মাস্টার্সে ভারতের আর প্রজ্ঞানন্দের বিরুদ্ধে হেরে গেলেন গুকেশ।
2/8

টুর্নামেন্টে টাইব্রেকারে ২-১ ফলে গুকেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। ফাইনালের শেষে দুজনেরই সমান পয়েন্ট ছিল। এরপরই টাইব্রেকারে শেষ হাসি হাসেন প্রজ্ঞানন্দ।
Published at : 03 Feb 2025 12:23 PM (IST)
আরও দেখুন






















