এক্সপ্লোর
Abhishek Sharma: গড়াগড়ি খেল রোহিত-কোহলিদের রেকর্ড, ওয়াংখেড়েতে নতুন ইতিহাস অভিষেকের
India vs England T20I: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগুন জ্বাললেন অভিষেক শর্মা। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে ভারতকে ম্যাচ জেতালেন কার্যত একা হাতে।

অভিষেকের ব্যাটে রেকর্ডের ছড়াছড়ি। - পিটিআই
1/10

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগুন জ্বাললেন অভিষেক শর্মা। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে ভারতকে ম্যাচ জেতালেন কার্যত একা হাতে।
2/10

ইনিংস ওপেন করতে নেমে ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেললেন অভিষেক। এটাই টি-২০ ক্রিকেটে কোনও ভারতীয় ক্রিকেটারের খেলা সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
3/10

পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে উঠে আসা অভিষেক ভেঙে দিলেন পাঞ্জাবেরই শুভমন গিলের রেকর্ড।
4/10

২০২৩ সালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেছিলেন শুভমন। সেটাই এতদিন ছিল টি-২০ ক্রিকেটে কোনও ভারতীয় ক্রিকেটারের খেলা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। রবিবারের পর থেকে অবশ্য শুভমনের সেই ইনিংস তালিকায় দুই নম্বরে। শীর্ষে অভিষেকের ইনিংস।
5/10

রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, রোহিত শর্মাদের রেকর্ডও ভেঙে দিলেন অভিষেক। রুতুরাজ টি-২০ ক্রিকেটে অপরাজিত ১২৩ রান করেছিলেন। কোহলির অপরাজিত ১২২ রানের ইনিংস রয়েছে। রোহিত শর্মার সর্বোচ্চ অপরাজিত ১২১ রান।
6/10

পাওয়ার প্লে-র ৬ ওভারের মধ্যে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন অভিষেক। মাত্র ১৭ বলে। কোনও ভারতীয় ক্রিকেটারের দেশের মাটিতে করা দ্রুততম টি-২০ সেঞ্চুরি এটা।
7/10

অভিষেকের দাপটে মাত্র ৬.৩ ওভারে ১০০ পূর্ণ করে ভারত। টি-২০ ফর্ম্যাটে এটাই ভারতের সবচেয়ে দ্রুত ১০০ করার নজির।
8/10

একটা টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়লেন অভিষেক। রবিবার যিনি ১৩ ছক্কা মেরেছেন। টি-২০ ক্রিকেটে এক ইনিংসে ১০টি করে ছক্কা মারার নজির রয়েছে রোহিত শর্মা, সঞ্জু স্যামস ও তিলক বর্মার।
9/10

রবিবার ভারতের ইনিংসের ১০.১ ওভারে সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক। টি-২০ ক্রিকেটে যা ওভারের হিসাবে দ্রুততম। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি'কক যখন সেঞ্চুরি করেছিলেন, দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের ১০.২ ওভার হয়েছিল।
10/10

এদিন পাওয়ার প্লে-তে ৫৮ রান করেন অভিষেক। যা পাওয়ার প্লে-তে কোনও ভারতীয় ব্যাটারের করা সবচেয়ে বেশি রান। তিনি ভেঙে দিলেন যশস্বী জয়সওয়ালের ৫৩ রানের রেকর্ড। ছবি - পিটিআই
Published at : 02 Feb 2025 11:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
