Mamata on Saweety: 'দেশকে গর্বিত করেছ', বিশ্বজয়ী স্বাতীকে শুভেচ্ছাবার্তা মমতা বন্দোপাধ্যায়ের
Saweety Boora: সপ্তম ভারতীয় বক্সার হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন স্বাতী বোড়া।
নয়াদিল্লি: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (World Boxing Championship) ভারতের জয়জয়কার। শনিবার, ২৫ মার্চ দুই ফাইনালে নেমে দুই ভারতীয় বক্সারই সোনা জিতলেন। দিনের শুরুতে ৪৮ কেজি বিভাগে সোনা জেতেন নীতু ঘনঘাস আর দিনের শেষ ফাইনালে ৮১ কেজি বিভাগে দ্বিতীয় ভারতীয় হিসাবে সোনা জিতলেন স্বাতী বোড়া (Saweety Boora)। ৩০ বছর বয়সি ভারতীয় বক্সারের বিশ্বজয়ের পর তাঁকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও (Mamata Banarjee)।
স্বাতীকে মমতার শুভেচ্ছা
স্বাতীর বিশ্বজয়ের পর বাংলার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'স্বাতী বোড়া তোমায় অভিনন্দন। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ৮১ কেজি বিভাগের ফাইনালে সোনা জিতে তুমি গোটা দেশকে গর্বিত করেছ। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।' এদিন স্বাতী ৪-৩ চিনের ওয়াং লিনাকে পরাজিত করেন।
Congratulations @saweetyboora! 🥇✨
— Mamata Banerjee (@MamataOfficial) March 25, 2023
You have made the entire nation proud by winning the Gold Medal in the 81 kg category final at Women's World Boxing Championships.
Wishing you the very best in all your future endeavors.
ঐতিহাসিক সোনা জয়ের পর আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনকে প্রশংসায় ভরান স্বাতী। তিনি বলেন, 'আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন দারুণভাবে নিজেদের দায়িত্ব পালন করেছে। বর্তমানে প্রচুর প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। পুরস্কারমূল্যও বেড়েছে। ছোটদের জন্য, বক্সারদের জন্য অন্য কোনও ফেডারেশন এত কাজ করেনি।'
নীতুর বিশ্বজয়
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ৪৮ কেজি বিভাগে মঙ্গোলিয়ার লুতসাইখান আলটানসেটসেগকে (Lutsaikhan Altansetseg) হারিয়ে স্বর্ণপদক জিতলেন ভারতের নীতু ঘনঘাস (Nitu Ghanghas)। ৫-০ স্কোরলাইনে দাপটের সঙ্গে ফাইনাল জেতেন ভারতীয় বক্সার। ষষ্ঠ ভারতীয় হিসাবে বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নীতু।
আলুয়া বালকিবেকোভাকে ৫-২ হারিয়ে ফাইনালে নিজের জায়গা পাকা করেন নীতু। এর আগে গত বছর কমনওয়েলথ গেমসে সোনা জিতলেও, বক্সিং চ্যাম্পিয়নশিপে কোনওদিনও সোনা জিততে পারেননি নীতু। তাই প্রথমবার খেতাব জয়ের আশা নিয়েই রিংয়ে নেমেছিলেন তিনি। প্রথম রাউন্ডে কিন্তু শুরু থেকেই নীতু দাপট দেখান। দ্বিতীয় রাউন্ডের শুরুর দিকে অবশ্য দুই বক্সারই হাড্ডাহাড্ডি লড়াই করেন। তবে শেষের দিকে নীতু রাশ নিজের দখলে নিয়ে নেন। প্রথম দুই রাউন্ডের পর নীতু এমনিই লিডে ছিলেন, তৃতীয় রাউন্ড শেষে তাঁর জয়টাও নিশ্চিত হয়ে যায়।
নীতুর আগে মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল, লেখা কেসি এবং গত বছর নিখাত জারিন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন। প্রত্যেকেই একবার চ্যাম্পিয়নশিপ জিতলেও, মেরি কমই একমাত্র বক্সার যিনি এক, দুই নয়, ছয়বার বিশ্বখেতাব জিতেছেন।
আরও পড়ুন: