Neeraj Chopra: চলতি বছরে আর খেলবেন না নীরজ, আবেগঘন পোস্টে কী লিখলেন মনু?
Manu On Neeraj: গতকালই নীরজ তাঁর হাতের চোটের কথা জানিয়ে সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। এমনকী এটাও জানিয়েছিলেন যে এই বছরে তিনি আর কোনও টুর্নামেন্টে খেলতে নামবেন না।
নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে দুজনেই পদক জিতেছিলেন। টুর্নামেন্ট থেকে দেশে ফেরার পর থেকেই তাঁদের দুজনের সম্পর্কের রসায়ণ নিয়ে নানা কথা শোনা গিয়েছিল। দেশে ফেরার পর এক অনুষ্ঠানে নীরজ চোপড়ার (Neeraj Chopra) সঙ্গে মনু ভাকেরের (Manu Bhaker) মায়ের কথোপকথনের ক্লিপ ভাইরাল হতেই সোশ্য়াল মিডিয়ায় অনেকেই বলেছিলেন যে তাঁরা হয়ত সম্পর্কে আছেন। যদিও এই নিয়ে দুজনেই কোনও কথা বলেননি। গতকালই নীরজ তাঁর হাতের চোটের কথা জানিয়ে সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। এমনকী এটাও জানিয়েছিলেন যে এই বছরে তিনি আর কোনও টুর্নামেন্টে খেলতে নামবেন না। এরপরই এবার নীরজকে নিয়ে মুখ খুললেন শ্যুটিংয়ে ভারতের হয়ে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকের।
গতকালই নিজের হাতের স্ক্যান রিপোর্টও সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে নীরজ জানিয়েছিলেন যে, তিনি আর খেলতে পারবেন না এই বছরে। এরপর আজ মনু প্যারিস অলিম্পিক্সে ও ডায়মন্ড ফাইনালে রুপো জয়ী নীরজকে শুভেচ্ছা জানিয়ে নিজের সোশ্য়াল মিডিয়ায় লেখেন, ''২০২৪ দুর্দান্ত একটা মরশুম কাটিয়েছ তুমি নীরজ। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। দ্রত সুস্থ হয়ে ওঠো তুমি। আশা করি আগামীতে আরও সাফল্য পাবে।''
Congratulations @Neeraj_chopra1 on a fantastic season in 2024. Wishing you a speedy recovery and more success in the coming years.#NeerajChopra https://t.co/4NUgfVtiAf
— Manu Bhaker🇮🇳 (@realmanubhaker) September 15, 2024
এদিকে এই পোস্টের পরই সোশ্য়াল মিডিয়ায় ফের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। অনেকেই নিজের সোশ্য়াল মিডিয়ায় লেখেন, 'ভাই, মনে হয় তোমাকে পছন্দ মনুর', আবার কেউ লেখেন, 'মনে হয় মনু নীরজের প্রেমে পড়ে গিয়েছেন।'
গতকাল নিজের সোশ্য়াল মিডিয়ায় নীরজ লিখেছেন, ''আমার ২০২৪ মরশুম শেষ হল। সারা বছরের সফরটা পেছনে ফিরে শিখলাম। মানসিকতায় অনেকটা উন্নতি করেছি। আমি অনুশীলন করতে গিয়ে আহত হয়েছিলাম। এক্স-রে রিপোর্ট বলছে যে আমার বাঁ-হাতের চতুর্থ মেটাকার্পাল হাড়ে চিড় ধরেছে। কিন্তু আমার দলের সাহায্য়ে আমি ব্রাসেলসে অংশগ্রহণ করতে পেরেছি। এটাই ছিল আমার বছরের শেষ প্রতিযোগিতা। আমি ট্র্যাকেই মরশুম শেষ করতে চেয়েছিলাম। পুরোপুরি ফিট হয়ে ফিরে আসতে প্রস্তুত। আপনাদের এই উৎসাহের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ২০২৪ আমাকে একজন ভালো অ্যাথলিট এবং ব্যক্তি বানিয়েছে। ২০২৫ সালে আবার দেখা হবে।''