এক্সপ্লোর
Advertisement
দক্ষিণ কোরিয়ার এক দর্শকের উদ্দেশে বর্ণবিদ্বেষী আচরণের অভিযোগ অস্বীকার দিয়েগো মারাদোনার
মস্কো: গতকাল বিশ্বকাপে আর্জেন্তিনা-আইসল্যান্ড ম্যাচ চলাকালীন দক্ষিণ কোরিয়ার এক দর্শকের উদ্দেশে বর্ণবিদ্বেষী আচরণের অভিযোগ কিংবদন্তী দিয়েগো মারাদোনার বিরুদ্ধে। ব্রিটেনের একটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারক জ্যাকুই ওটলে ট্যুইট করে এই অভিযোগ করেন। ব্রিটেনেরই একটি টেলিভিশন চ্যানেলের অন্য এক মহিলা সম্প্রচারকও দাবি করেন, তিনি এই ঘটনাটি দেখেছেন। মারাদোনা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
Maradona not so cool now. Some South Korea fans just shouted “Diego” and he obliged with a smile, kiss and wave. Then pulled his eyes to the side in a clearly racist gesture. All of us who saw it are stunned.
— Jacqui Oatley (@JacquiOatley) June 16, 2018
ফেসবুকে স্প্যানিশ, ইংরাজি ও ইতালীয় ভাষায় মারাদোনা লিখেছেন, ‘আমি অন্য যে কারও থেকে ভাল জানি, বিশ্বকাপে সবাই সব জায়গায় খবরের খোঁজে থাকে। আমি দেখেছিলাম একটি এশিয়ান ছেলে আর্জেন্তিনার টি-শার্ট পরে আছে। আমি তাকে এটাই বলার চেষ্টা করছিলাম, এশিয়ানরাও আমাদের উৎসাহ দিচ্ছে দেখে ভাল লাগছে।’
I’m sat right next to Jacqui and saw Maradona’s gesture. He should know better. The lads filming him were so excited to get a picture of him and that was his response. Very Disappointing.
— Seema Jaswal (@meseemajaswal) June 16, 2018
ফিফার অ্যাম্বাসাডার মারাদোনা। অন্যান্য কিংবদন্তী ফুটবলারদের পাশাপাশি তিনিও ভিআইপি জোনে বসে খেলা দেখছেন। সেখান থেকে বর্ণবিদ্বেষী আচরণের অভিযোগ চাঞ্চল্যকর। ফিফা এই ধরনের আচরণ বরদাস্ত করে না। মারাদোনার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে অবশ্য এখনও সরকারিভাবে ফিফার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্ণবিদ্বেষী আচরণের অভিযোগ অস্বীকার করার পাশাপাশি মাঠে ধূমপান করার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন মারাদোনা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement