এক্সপ্লোর
Advertisement
টেস্টে তৃতীয়বার একই ইনিংসে দুই ভাইয়ের শতরান, নজির শন ও মিচেল মার্শের
সিডনি: চলতি অ্যাশেজের পঞ্চম টেস্টের চতুর্থ দিন অসাধারণ নজির গড়লেন শন ও মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটসম্যানই শতরান করলেন। টেস্টের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার একই ইনিংসে দুই ভাই শতরান করলেন। তিনবারই অস্ট্রেলিয়ার ক্রিকেটার ভাইরা এই কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে এই নজির গড়েন গ্রেগ ও ইয়ান চ্যাপেল এবং স্টিভ ও মার্ক ওয়া। ১৯৭২ সালে ওভালে প্রথমবার একই ইনিংসে দুই ভাইয়ের শতরান হয়। ২০০১ সালে ওভালেই গ্রেগ ও ইয়ানের সেই নজির স্পর্শ করেন মার্ক ও স্টিভ। আজ তাঁদের সঙ্গে একই সারিতে বসে পড়লেন মার্শরা।
আজ খেলা শুরু হওয়ার পর প্রথম ওভারেই শতরান করেন শন। এক ঘণ্টা পরে মিচেলও শতরান করেন। দুই ভাইয়েরই এই সিরিজে দ্বিতীয় শতরান হয়ে গেল। শন ১৫৬ ও মিচেল ১০১ রান করে আউট হন। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৪৬ রানের জবাবে ৭ উইকেটে ৬৪৯ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে অস্ট্রেলিয়া। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৯৩। অস্ট্রেলিয়া এখনও ২১০ রানে এগিয়ে। ফলে বড় কোনও অঘটন ছাড়া এবারের অ্যাশেজ ৪-০ জিততে চলেছে অস্ট্রেলিয়া।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement