এক্সপ্লোর
মুম্বইয়ের শক্ত বাধা কাটিয়ে ফাইনালে ওঠার লড়াই নাইট রাইডার্সের
![মুম্বইয়ের শক্ত বাধা কাটিয়ে ফাইনালে ওঠার লড়াই নাইট রাইডার্সের Mi V Kkr Ipl 2017 Kolkata Mumbai Keep Fingers Crossed Ahead Of Qualifier 2 মুম্বইয়ের শক্ত বাধা কাটিয়ে ফাইনালে ওঠার লড়াই নাইট রাইডার্সের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/05/19132238/mumbaivskkr1902.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: দুটি দলই এর আগে দুবার করে চ্যাম্পিয়ান হয়েছে। এবারও খেতাবি লড়াইয়ের আগের ধাপে মুখোমুখি হচ্ছে দুই দল। আজ বেঙ্গালুরুতে দশম আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। যে দল জিতবে তার ফাইনালে রাইজিং পুনে সুপারজায়েন্টসের মুখোমুখি হবে। প্রথম কোয়ালিফায়ের মুম্বইকে হারিয়েই ফাইনালে গিয়েছে পুনে।ফলে লিগের খেলায় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল মুম্বইকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। অন্যদিকে, এই এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত এলিমিনেটর ম্যাচে হায়দরাবাদ সানরাইজার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পেয়েছে গম্ভীর বাহিনী।
এবার টুর্নামেন্টের শুরু থেকেই দারুন খেলছে মুম্বই। প্রথম ১১ ম্যাচে নটিতে জেতে তারা। তবে শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে। চলতি টুর্নামেন্টে অবশ্য দুবারই নাইট রাইডার্সকে হারিয়েছে মুম্বই। কাজেই শক্ত গাঁটের গেরো পেরিয়ে আজ ফাইনালে ওঠার লড়াই গম্ভীর-ব্রিগেডের।
মুম্বইয়ের দুই ওপেনার লেন্ডল সিমন্স ও পার্থিক পটেল দলের ইনিংসটা জমিয়ে করছেন। এছাড়াও অধিনায়ক রোহিত শর্মা, অম্বাতি রায়াডু, কায়রন পোলার্ডের মতো দুরন্ত ব্যাটসম্যান রয়েছেন। যাঁরা একক ক্ষমতাতেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ইনিংসের শেষের দিকে ঝড় তোলার জন্য হার্দিক ও কুণাল পান্ডিয়া তো রয়েইছেন।
এছাড়াও জসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা, মিচেল ম্যাকক্লিঘান, দুই পান্ডিয়া ভাই, হরভজন সিংহকে নিয়ে দারুন শক্তিশালী মুম্বইয়ের বোলিং অ্যাটাক।
অন্যদিকে, কলকাতার রয়েছে গম্ভীর, রবিন উত্থাপ্পা, ক্রিস লিন, ইউসুফ পাঠানের মতো ব্যাটসম্যান। এর পাশাপাশি ওপেনিংয়ে নেমে চমক দেখাচ্ছেন সুনীল নারাইন।
সেইসঙ্গে কোল্টার ডি নাইল, বোল্ট, উমেশ যাদবের মতো পেসার ছাড়াও নারাইন, কুলদীপ যাদব, পিযুষ চাওলার মতো স্পিনার রয়েছে নাইটদের।
হায়দরাবাদের মন্থর পিচে মুম্বইয়ের বাধা পার করে ফাইনালে নাইটরা উঠতে পারে কিনা, আজ সেটাই দেখার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)