এক্সপ্লোর
Advertisement
MI vs RR, Dream11 Prediction: আইপিএলে আজ মুখোমুখি মুম্বই-রাজস্থান, কেমন হবে দু’দলের প্রথম একাদশ
ত্রয়োদশ আইপিএলে আজ, মঙ্গলবার মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস| পারফরম্যান্সের মাপকাঠিতে দুই দল দুই মেরুতে| মুম্বই পরপর দুই ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিকের খোঁজে নামছে| অন্যদিকে রাজস্থান পরপর দুই ম্যাচ হেরেছে আর পরাজয়ের হ্যাটট্রিকের লজ্জা এড়ানোর লড়াই স্টিভ স্মিথদের সামনে|
আবু ধাবি: ত্রয়োদশ আইপিএলে আজ, মঙ্গলবার মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস| পারফরম্যান্সের মাপকাঠিতে দুই দল দুই মেরুতে| মুম্বই পরপর দুই ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিকের খোঁজে নামছে| অন্যদিকে রাজস্থান পরপর দুই ম্যাচ হেরেছে আর পরাজয়ের হ্যাটট্রিকের লজ্জা এড়ানোর লড়াই স্টিভ স্মিথদের সামনে|
এই ম্যাচে কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ? মুম্বইয়ের বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড রাজস্থানের| চারবারের চ্যাম্পিয়ন মুম্বইকে শেষ চার সাক্ষাতে চারবারই হারিয়েছে রাজস্থান| তবে ব্যাটিং নিয়ে সমস্যায় স্মিথরা| প্রথম দুই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন সঞ্জু স্যামসন| তবে দুটি ম্যাচই ছিল শারজায় আর শারজার বাইরে কোনও ম্যাচে এখনও দু অঙ্কের রান করতে পারেননি সঞ্জু| অন্যদিকে, মিডল অর্ডারে রবিন উথাপ্পা ও রিয়ান পরাগ রানের মধ্যে নেই, যা উদ্বেগ বাড়াচ্ছে স্মিথের|
টম কারানের নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ হতে পারে এই ম্যাচ কারণ, এই ম্যাচে বাইরে থাকলেও শিবিরে যোগ দেওয়া বেন স্টোকসের কোয়ারেন্টিন পর্ব প্রায় শেষ এবং তাঁর মাঠে ফেরা সময়ের অপেক্ষা| ব্যাট হাতে লোয়ার মিডল অর্ডারে বড় শট খেলছেন কারান, আর্চার, তেওয়াটিয়ারা|
দল হিসাবে অনেক এগিয়ে মুম্বই| শুরুতে রোহিত, কুইন্টন, পরের দিকে ইশান, হার্দিক, কায়রন, ক্রুণাল প্রত্যেকে রানের মধ্যে| বল হাতে বোল্ট-বুমরা ছন্দে| ফেভারিট হিসাবেই ম্যাচে নামবেন মুম্বইয়ের ক্রিকেটারেরা|
মুম্বই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা (অধিনায়ক)
কুইন্টন ডি'কক
সূর্যকুমার যাদব
ইশান কিষাণ
হার্দিক পাণ্ড্য
কায়রন পোলার্ড
ক্রুণাল পাণ্ড্য
জেমস প্যাটিনসন
রাহুল চাহার
ট্রেন্ট বোল্ট
যশপ্রীত বুমরা
রাজস্থান রয়্যালস
স্টিভ স্মিথ (অধিনায়ক)
জশ বাটলার
সঞ্জু স্যামসন
রবিন উথাপ্পা
রাহুল তেওয়াটিয়া
মহীপাল লোমর
রিয়ান পরাগ/অঙ্কিত রাজপুত
টম কারান
জোফ্রা আর্চার
শ্রেয়স গোপাল
জয়দেব উনাদকট
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement