এক্সপ্লোর
Advertisement
আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ীদের অবসরকালীন ভাতা দ্বিগুণ করার ঘোষণা ক্রীড়ামন্ত্রকের
নয়াদিল্লি: অলিম্পিক, প্যারা-অলিম্পিক, এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলিতে পদকজয়ীদের অবসরকালীন ভাতা দ্বিগুণ করার কথা ঘোষণা করল ক্রীড়ামন্ত্রক। এখন থেকে অলিম্পিকে পদকজয়ী অ্যাথলিটরা প্রতি মাসে ২০,০০০ টাকা করে পাবেন। প্যারালিম্পিকে পদকজয়ীরাও একই পরিমাণ অর্থ পাবেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিটরা প্রতি মাসে ১৬,০০০ টাকা, রুপোজয়ীরা ১৪,০০০ টাকা এবং ব্রোঞ্জজয়ীরা ১২,০০০ টাকা করে পাবেন।
ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্যারা-অলিম্পিক বা প্যারা-এশিয়ান গেমসে পদকজয়ী অ্যাথলিটরাও অলিম্পিক ও এশিয়ান গেমসে পদকজয়ীদের মতোই ভাতা পাবেন। চার বছর পরপর যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়, সেই প্রতিযোগিতায় পদকজয়ীরা ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। নতুন নিয়ম অনুযায়ী, খেলা থেকে অবসর নেওয়ার পর ৩০ বছর বা তার বেশি বয়সি ক্রীড়াবিদরা ভাতার জন্য আবেদন জানাতে পারবেন। বর্তমানে যাঁরা অবসরকালীন ভাতা পাচ্ছেন, তাঁরা এ বছরের ১ এপ্রিল থেকে সংশোধিত হারে অর্থ পাবেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement