এক্সপ্লোর
Advertisement
মিসবা ও ওয়াকারের কখনওই পছন্দ নয় সরফরাজকে, এজন্যই অধিনায়ক পদ থেকে সরানো হল তাঁকে, অভিযোগ মইন খানের
টি ২০ ও টেস্ট দলের অধিনায়ক পদ থেকে সরফপাজ আহমেদকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ঘটনা নিয়ে দলের দুই কোচ মিসবা উল হক ও ওয়াকার ইউনিসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক মইন খান।
করাচি: টি ২০ ও টেস্ট দলের অধিনায়ক পদ থেকে সরফরাজ আহমেদকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ঘটনা নিয়ে দলের দুই কোচ মিসবা উল হক ও ওয়াকার ইউনিসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক মইন খান। একইসঙ্গে দুটি ফরম্যাটে দলের অধিনায়ক বদলের জন্য পিসিবিকেও একহাত নিয়েছেন মইন।
একটি পাক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মইন অভিযোগ করেছেন, দলের বর্তমান কোচেরা কখনওই সরফরাজকে পছন্দ করেন না। এই কারণেই হয়ত অস্ট্রেলিয়া সফরের আগে অধিনায়ক পদ থেকে সরফরাজকে সরিয়ে দেওয়া হল।
মইন বলেছেন, 'মিসবা ও ওয়াকারের পছন্দের পাত্র নয় সরফরাজ। টি ২০ ও টেস্ট দলের অধিনায়ক থেকে সরফরাজকে পিসিবি সরিয়ে দেওয়ায় আমি স্তম্ভিত। সরফরাজের নেতৃত্বে পাকিস্তান পরপর ১১ টি ২০ সিরিজ জিতেছে। এখন কয়েকটি খারাপ পারফরম্যান্সের জন্য তাঁকে এভাবে সরিয়ে দেওয়া যায় না। কোনও এক ব্যক্তিকে খুব বেশি শক্তিশালী করে তোলায় পাক ক্রিকেটের পক্ষে ফলপ্রসু হবে না'।
সরফরাজকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারও। তিনি বলেছেন, নিজের দোষেই এই পরিস্থিতি ডেকে এনেছেন সরফরাজ।That's moin Khan on @SarfarazA_54 removal as captain from t20 ...do u agree?#Sarfaraz #MisbahulHaq #waqar #moinkhan #Cricket #PCB pic.twitter.com/FaInDijTnu
— Najeeb ul Hasnain (@get2najeeb) October 18, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement