এক্সপ্লোর
হংকংয়ে টি-২০ প্রতিযোগিতায় ৬ বলে ৬ ছক্কা মিসবা উল হকের

নয়াদিল্লি: পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে ৬ বলে ৬ ছক্কা মারার রেকর্ড গড়লেন টেস্ট দলের অধিনায়ক মিসবা উল হক। হংকংয়ে টি-২০ প্রতিযোগিতায় তিনি এই রেকর্ড গড়েছেন।
হংকং আইল্যান্ড ইউনাইটেডের হয়ে খেলতে নেমে ১৯-তম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে ছক্কা মারেন মিসবা। তারপর শেষ ওভারে পরপর চারটি ছক্কা মারেন। মিসবার এই ইনিংসের সুবাদে তাঁর বদল ৬ উইকেটে ২১৬ রান করে। জবাবে হাং হম জাগুয়ার্স ৮ উইকেটে ১৮৩ রান করে। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















