এক্সপ্লোর
'তামিল আমার মাতৃভাষা' ট্যুইটে ভাষা নিয়ে ট্রোলের জবাব মিতালি রাজের
সম্প্রতি টুইটারে কথা বলার ভাষা নিয়ে আক্রমন করা হয় মিতালি রাজকে। ট্যুইটিতে লেখা হয়, ‘তামিল ভাষা জানেন না মিতালি রাজ। তিনি ইংরাজী, তেলেগু বা হিন্দিতে কথা বলবেন নিশ্চয়ই।’ এই ট্যুইটের যোগ্য জবাব দেন মিতালি। তিনি টুইটারে লেখেন, ‘তামিল আমার মাতৃভাষা। আমি বেশ ভালোভাবেই তামিল বলতে পারি। আমি তামিলনাড়ু, সর্বপোরি ভারতে বসবাস করার জন্য গর্ববোধ করি। সমালোচনা সম্পর্কে তিনি লেখেন, এর থেকেই তিনি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পান।’

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ স্পষ্ট করে দিয়েছেন যে, মহিলা খেলোয়াড়দের স্বতন্ত্রতা রয়েছে এবং তাঁদের যেন পুরুষ খেলোয়াড়দের সঙ্গে তুলনা না করা হয়।
নয়াদিল্লি: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাউথ আফ্রিকাকে ৬ রানে হারিয়ে বিজয়ী হয়েছে ভারতীয় ক্রিকেটের মহিলা দল। ভদোদরার রিলায়েন্স স্টেডিয়ামে সাউথ আফ্রিকার সঙ্গে ৩-০ ব্যবধানে ক্রিকেট সিরিজ জিতে নেয় ভারত। এই ম্যাচটির হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর পূর্ণ করেন মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ। সম্প্রতি টুইটারে কথা বলার ভাষা নিয়ে আক্রমণ করা হয় মিতালি রাজকে। ট্যুইটিতে লেখা হয়, ‘তামিল ভাষা জানেন না মিতালি রাজ। তিনি ইংরাজী, তেলেগু বা হিন্দিতে কথা বলবেন নিশ্চয়ই।’
এই ট্যুইটের যোগ্য জবাব দেন মিতালি। তিনি টুইটারে লেখেন, ‘তামিল আমার মাতৃভাষা। আমি বেশ ভালোভাবেই তামিল বলতে পারি। আমি তামিলনাড়ু, সর্বোপরি ভারতে বসবাস করার জন্য গর্ববোধ করি। সমালোচনা সম্পর্কে তিনি লেখেন, এর থেকেই তিনি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পান।’She doesn't know Tamil. She will speak in eng, Telugu, Hindi.
— sugu (@vasugi29) October 15, 2019
সবচেয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার তালিকায় সচিন তেন্ডুলকর, সনৎ জয়সুতরিয়া, জাভেদ মিঁয়াদাদের সঙ্গে এবার তালিকাভুক্ত হল মিতালি রাজের নামও। ২০ বছর পূর্ণ করার উপলক্ষ্যে মাঠেই কেক কাটেন তিনি।தமிழ் என் தாய் மொழி.. நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை.. but above it all I am very proud indian ! Also my dear sugu ,you constant criticism on each and every post of mine ,you day to day advice on how and what should I do is exactly what keeps me going https://t.co/udOqOO2ejx
— Mithali Raj (@M_Raj03) October 15, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















