IND vs ENG: ''ওঁকে বল করা সত্যিই কঠিন, নেটেও অসহ্য লাগে বোলারদের'', কার কথা বললেন সিরাজ?
IND vs ENG Test: গতকাল বল হাতে ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট তুলে নিয়েছিলেন তরুণ পেসার মহম্মদ সিরাজ। দিনের শেষে সাংবাদিক বৈঠকে এসে অবশ্য সিরাজ নিজের কথা নয়।
এজবাস্টন: এজবাস্টন টেস্টে চালকের আসনে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম ইনিংসে ১৩২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে এখনও পর্যন্ত ২৫৭ রানে এগিয়ে আছে টিম ইন্ডিয়া। আজ ম্যাচের চতুর্থ দিন। ভারতের হাতে এখনও রয়েছে ৭ উইকেট। এই পরিস্থিতিতে আজ যদি দিনের প্রথম দুটো সেশনও ব্যাট করতে পারে ভারত তবে ইংল্যান্ডের (England) পক্ষে জয়ের আশা আরওই কমে যাবে। গতকাল বল হাতে ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট তুলে নিয়েছিলেন তরুণ পেসার মহম্মদ সিরাজ। দিনের শেষে সাংবাদিক বৈঠকে এসে অবশ্য সিরাজ নিজের কথা নয়। তাঁর মুখ ভারতীয় দলের অভিজ্ঞ এক তারকা ব্যাটারের কথা।
কার প্রশংসায় পঞ্চমুখ সিরাজ?
গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অর্ধশতরান হাঁকিয়েছেন চেতেশ্বর পূজারা। গত বছর শ্রীলঙ্কা সিরিজে দল থেকে বাদ পড়েছিলেন। এরপর কাউন্টি ক্রিকেটে ভুরিভুরি রান করে ফের জাতীয় দলে ফিরে এসেছেন। আর এসেই দলের প্রয়োজনের সময় ক্রিজে থিতু হয়ে অর্ধশতরান হাঁকিয়েছেন। সিরাজ বলছেন, ''পূজারা একজন প্রকৃত যোদ্ধা দলের। অস্ট্রেলিয়ায় ওঁ কি করেছিল আমরা দেখেছি। এখানেও ঠিক নিজের কাজ করে দিয়েছে। যখনই দলের প্রয়োজন হয়েছে, ওঁ সামনে থেকে লড়েছে। ওঁকে বল করা সত্যিই খুব কঠিন। অ্যাটাক করে না, বেশিরভাগ বলই ছেড়ে দেয়। নেটেও ওঁকে বল করতে করতে অসহ্য হয় যায় বোলাররা।''
ক্যাপ্টেন বুমরা প্রসঙ্গ
এই ম্যাচে দলের নেতৃত্বভার সামলাচ্ছেন যশপ্রীত বুমরা। সিরাজ বলছেন, ''একজন প্লেয়ার হিসেবে ওঁ যেমন, একজন অধিনায়ক হিসেবেও একইরকম মানুষ ওঁ। সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমি যখনই কোনও ভুল করছি বোলিংয়ে, ওঁ তখনই এগিয়ে এসে তা শুধরে দিয়েছে। কখনও চাপ অনুভব হতে দেয় না।''
উল্লেখ্য, এই সিরিজে ইতিমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। যদি চলতি ম্যাচের নিষ্ফলা থাকে, তাহলেও সিরিজ জিতে যাবে ভারতীয় দল।
আরও পড়ুন: 'ক্লাবের হয়ে লম্বা মরসুম জাতীয় দলের প্রস্তুতিতে সাহায্য করবে', বলছেন বাংলার তরুণ ফুটবলার