এক্সপ্লোর
Advertisement
পিছিয়ে পড়েও মোহনবাগানের চেন্নাই-বধ
চেন্নাই: টানা চার ম্যাচে জয়৷ আই লিগের অ্যাওয়ে ম্যাচে চেন্নাই সিটিকে ২-১ গোলে হারাল মোহনবাগান৷ পিছিয়ে পড়েও বাগানের দুরন্ত কামব্যাক, জেজে-নর্ডিদের হাত ধরে৷ প্রথমার্ধে ম্যাচ ছিল গোলশূন্য৷ দু’তরফেই আক্রমণের ঝড়৷ চেন্নাই-ডিফেন্স চিরে বারবার বের হচ্ছিলেন কাটসুমি, নর্ডি, ডাফিরা৷
দ্বিতীয়ার্ধে ম্যাচের রঙ পাল্টে দেন চেন্নাইয়ের মার্কোস থ্যাঙ্ক৷ ৫২ মিনিটের মাথায় মার্কোসের গোলে এগিয়ে যায় চেন্নাই৷ চার মিনিটের মাথায় বাগানের প্রত্যাঘাত৷ গোলদাতা জেজে৷ কিন্তু, গোলের কারিগর নর্ডির৷ বাঁ দিক থেকে আসা বল অসামান্য দক্ষতায় ডাফির দিকে বাড়ান হাইতিয়ান স্ট্রাইকার৷ ডাফির শট চেন্নাই ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে৷ ফিরতি বল গোলে ঢোকান জেজে৷
এরপর চেন্নাইয়ের বক্সে বারবার আক্রমণ শানাতে থাকেন জেজে, নর্ডিরা৷ অবশেষে সাফল্য আসে ৭৭ মিনিটে৷ মিডফিল্ড থেকে বল নিয়ে এগিয়ে যান জেজে৷ তাঁর পাস থেকে বল গোলের ঠিকানায় পৌঁছে দেন নর্ডি৷ ২-১-এ জয়৷ পরপর চার ম্যাচে জয়৷ ১২ পয়েন্ট নিয়ে আপাতত লিগ-শীর্ষে সঞ্জয় সেন ব্রিগেড৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement