Mohun Bagan: পিয়ারলেসকে হারিয়ে কলকাতা লিগে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান
Mohun Bagan Win: এরপর প্রথমার্ধে আর কোনও দল গোল পায়নি। দ্বিতীয়ার্ধে কিছুটা পাল্টা চাপ দেওয়ার চেষ্টা করে পিয়ারলেস। কিন্তু বাগানের ডিফেন্স ভেদ করতে পারেননি পিয়ারলেসের স্ট্রাইকাররা।
![Mohun Bagan: পিয়ারলেসকে হারিয়ে কলকাতা লিগে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান Mohun Bagan returned to the winning list in the Kolkata League after defeating Peerless Mohun Bagan: পিয়ারলেসকে হারিয়ে কলকাতা লিগে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/10/79188e106918853e8397f5da7d5b4fa91694368359047206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: পিয়ারলেসকে হারিয়ে কলকাতা লিগে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান। টুর্নামেন্টের সুপার সিক্সে ওঠার পথে এই ম্য়াচ ছিল বাগানের কাছে ডু অর ডাই। এই ম্য়াচটি জিততেই হত। সেই মতই এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিল সবুজ মেরুন বাহিনী। প্রথমার্ধে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে থাকে বাগান। খেলার ২২ মিনিটের মাথায় রোহনের গোলে এগিয়ে যায় বাগান বাহিনী। এরপর প্রথমার্ধে আর কোনও দল গোল পায়নি। দ্বিতীয়ার্ধে কিছুটা পাল্টা চাপ দেওয়ার চেষ্টা করে পিয়ারলেস। কিন্তু বাগানের ডিফেন্স ভেদ করতে পারেননি পিয়ারলেসের স্ট্রাইকাররা। শেষের দিকে কিছুটা ডিফেন্সিভ মনোভাব নিয়ে খেলতে দেখা যায় পিয়ারলেসকে। তবে বাগানের ফুটবলাররা আর গোল করতে পারেননি। পিয়ারলেসের গোলরক্ষক ওই একটি ভুল ছাড়া গোটা ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেন। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেই মাঠে ছাড়েন মোহনবাগানের ফুটবলাররা।
কলকাতা লিগে গ্রুপ এ-তে রয়েছে গঙ্গাপাড়ের ক্লাবটি। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে রয়েছে তারা। মহমেডান ১১ ম্য়াচে ২৮ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। ডায়মন্ড হারবার ২ নম্বরে রয়েছে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে। কালীঘাট রয়েছে তিন নম্বরে। তাদের ঝুলিতে ১২ ম্য়াচে ২৪ পয়েন্ট। সুপার সিক্সে ওঠার পথে বাগানের পরের দুটো ম্যাচ মহমেডান ও ডায়মন্ড হারবারের বিরুদ্ধে। এই ২ ম্য়াচ থেকে অন্তত ১টি পয়েন্ট আদায় করতেই হবে সবুজ মেরুন ব্রিগেডকে।
কিংস কাপে হার ভারতের
দেশের মাটিতে টানা সাফল্যের পর বিদেশে গিয়ে হোঁচট খেল ভারতীয় ফুটবল দলের অভিযান। রবিবার থাইল্যান্ডে কিংস কাপের দ্বিতীয় ম্যাচেও হারল তারা। দু’দিন আগে সেমিফাইনালে ফিফা ক্রমতালিকায় ২৯ ধাপ এগিয়ে থাকা ইরাকের বিরুদ্ধে ৯০ মিনিট দুর্দান্ত লড়াই করে টাই ব্রেকারে হেরে যায় ভারত। রবিবার তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে তাদের চেয়ে একধাপ পিছিয়ে থাকা লেবাননের কাছে ০-১-এ হারল ভারত। ফলে থাইল্যান্ড থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের।
চলতি বছরে ভারত দেশের মাটিতে যে ১১টি ম্যাচ খেলে, তার মধ্যে ন’টিতে জেতে এবং দু’টিতে ড্র করে। অর্থাৎ এই বছরে ঘরের মাঠে হারের মুখে দেখেনি ভারত। কিন্তু বিদেশের মাঠে নামতেই তাদের বিজয়রথ থেমে গেল। গত ম্যাচে তাও যথেষ্ট লড়াই করতে দেখা যায় সুনীল ছেত্রী-হীন ভারতীয় দলকে। দু’বার ম্যাচে এগিয়ে যাওয়ার পরেও টাই ব্রেকারে ব্র্যান্ডন ফার্নান্ডেজের পেনাল্টি শট পোস্টে ধাক্কা খাওয়ায় হারতে হয় ভারতকে। কিন্তু এ দিন সেই উজ্জীবিত ফুটবল খেলতে পারেনি ভারতীয়রা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)