আরও পড়ুন: Mukesh Kumar: কলকাতায় ট্যাক্সি চালাতেন বাবা, রোহিতদের সংসারে ঢুকেও পা মাটিতে রেখে চলার শপথ মুকেশের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
কলকাতা: ম্যাচের আগেই আন্তোনিও লোপেজ হাবাস বলেছিলেন, প্রতিপক্ষকে সমীহ করছেন তাঁরা। বলবেন নাই বা কেন? এই নর্থ ইস্ট ইউনাইটেড (NorthEast United FC) যে আগের ম্যাচেই হারিয়েছে ইস্টবেঙ্গল এফসি-কে।
কেন প্রতিপক্ষকে সমীহ করছিলেন হাবাস, তা ম্যাচে প্রমাণিত হয়ে গেল। কিক অফের ৬ মিনিটের মধ্যেই গোল খেয়ে পিছিয়ে পড়ে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। তবে শেষ বাঁশি বাজার পর মুখে হাসি সবুজ-মেরুন সমর্থকদের। ৪-২ গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-কে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান সুপার জায়ান্ট।
মোহনবাগানের হয়ে গোল চারটি করেন লিস্টন কোলাসো (Liston Colaco), জেসন কামিংস (Jason Cummings), দিমিত্রি পেত্রাতোস (Dimitrios Petratos) ও সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad)।
What an atmosphere at VYBK today! 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/KqI0w1sxp8
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) February 17, 2024
শনিবার ম্যাচ শুরুর ৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে নর্থ ইস্ট ইউনাইটেড এগিয়ে গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধেই গোল করে দলকে সমতায় ফেরান তরুণ উইঙ্গার লিস্টন কোলাসো। তারপর প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে দলকে এগিয়ে দেন অস্ট্রেলিয়ার তারকা জেসন কামিংস। প্রথমার্ধের শেষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান।
কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই পাল্টা আক্রমণ শুরু করেন প্রতিপক্ষ দলের ফুটবলাররা। ম্যাচে সমতা ফেরায় নর্থ ইস্ট। কিন্তু সুযোগ বুঝে ম্যাচের ৫৩ মিনিটের মাথায় গোল করে দলকে ফের এগিয়ে দেন দুরন্ত ছন্দে থাকা দিমিত্রি পেত্রাতোস। তারপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি নর্থ ইস্ট ইউনাইটেডের। ৫৭ মিনিটের মাথায় দলের মাঝমাঠের অন্যতম স্তম্ভ সাহাল আব্দুল সামাদ গোল করতেই জয়ের আশা শেষ হয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেডের।
আইএসএলের শীর্ষে এখন ওড়িশা এফসি। তবে মোহনবাগানের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে তারা। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩১। এর পরেই রয়েছে মোহনবাগান। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট তাদের। তিনে থাকা গোয়ার ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট। চারে থাকা কেরলের ১৫ ম্যাচে ২৬। শীর্ষস্থানের লড়াই আপাতত এই চার দলের মধ্যেই সীমাবদ্ধ।
আরও পড়ুন: Mukesh Kumar: কলকাতায় ট্যাক্সি চালাতেন বাবা, রোহিতদের সংসারে ঢুকেও পা মাটিতে রেখে চলার শপথ মুকেশের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।