নতুন জার্সিতে নতুন মরসুমের অনুশীলন শুরু মোহনবাগানের

কলকাতা: আইএসএলের ধাক্কায় ফুটবলার বাছাই করতেই হিমশিম অবস্থা আইলিগের ক্লাবগুলির। কলকাতা লিগে দল বাছাইয়ের ক্ষেত্রেও কঠিন অবস্থা! ইতিমধ্যে কলকাতা লিগের জন্য ২০জনকে সই করিয়েছে মোহনবাগান। ট্রায়ালে আরও চোদ্দজন। এর মধ্যে থেকেই কলকাতা লিগের জন্য বাকি ফুটবলার বাছাই হবে। বুধবার শুরু হল নতুন মরসুমের প্রথম অনুশীলন। নতুন জার্সি। একঝাঁক নতুন ফুটবলার। নতুন ফিজিক্যাল ট্রেনার। নতুন ৩ বিদেশির মধ্যে হাজির দুজন। কামো ও ক্রোমা। উৎসাহ দিতে হাজির একঝাঁক সমর্থক থেকে ক্লাবের শীর্ষকর্তারা। কলকাতা লিগের দায়িত্বে কোচ শঙ্করলাল চক্রবর্তী। তবে ইলশেগুড়ি বৃষ্টিতে শঙ্করলালকে উৎসাহ দিতে হাজির সঞ্জয় সেনও। দলকে উৎসাহ দিয়ে সঞ্জয় সেনের কটাক্ষ, ফুটবলারদের আইএসএল উৎসাহ নিয়ে। আর কোচ শঙ্করলালের কাছে, কলকাতা লিগ হবে নতুনদের কাছে প্রমাণের মঞ্চ। আইজল এফসিকে আইলিগ চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে মূল ভূমিকা নেওয়া কামো এবার মোহনবাগানে। কলকাতায় আগে খেলে গেলেও কল্কে পাননি। তবে আই-লিগ চ্যাম্পিয়ন দলের সদস্য কামোকে ঘিরে আগ্রহ তুঙ্গে বাগান সমর্থকদের। আশ্বস্ত করে, কামোর দাবি কলকাতা লিগে কাদা মাঠে খেলতে তাঁর কোনও অসুবিধাই নেই। তিনি বলেন, এর আগেও আমি কলকাতায় খেলে গিয়েছি। জর্জ টেলিগ্রাফের হয়ে। আমি কলকাতা লিগ সম্পর্কে জানি। কলকাতা লিগে খেলা আমার কাছে সহজ হবে। তৃতীয় বিদেশি কিংসলে আসেননি। আগামি সপ্তাহের মধ্যেই চলে আসবেন বলে খবর। আগামি সপ্তাহ থেকে শুরু হবে মোহনবাগানের দুবেলা অনুশীলন।






















