MS Dhoni: শাহরুখের আদলে জন্মদিনে বাড়ির ছাদে উঠে ভক্তদের দিকে হাত নাড়লেন ধোনি, ভিডিও ভাইরাল
Dhoni Birthday: ৭ জুলাই ছিল ধোনির জন্মদিন। আর মাহিকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ির বাইরে জড়ো হয়েছিলেন সমর্থক, অনুরাগীরা।
রাঁচি: আরব সাগরের পাড়ের মন্নতের ছবি যেন দেখা গেল রাঁচিতে!
২ নভেম্বর শাহরুখ খানের (Shahrukh Khan) জন্মদিনে পরিচিত ও বিখ্যাত ছবি। প্রিয় নায়ককে শুভেচ্ছা জানাতে মুম্বইয়ে বাদশার বাড়ি মন্নতের সামনে জড়ো হন হাজার হাজার মানুষ। আর তাঁদের অভিবাদন গ্রহণ করতে মন্নতের ছাদে ওঠেন শাহরুখ। কার্যত রেলিংয়ের ওপর উঠে পড়ে হাত নাড়েন সকলের দিকে। ছুড়ে দেন চুম্বন।
শাহরুখ খানের মতো নায়কোচিত না হলেও, মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) জন্মদিন উপলক্ষ্যেও দেখা গেল সেই ছবি। রাঁচিতে। ৭ জুলাই ছিল ধোনির জন্মদিন। আর মাহিকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ির বাইরে জড়ো হয়েছিলেন সমর্থক, অনুরাগীরা। হতাশ করেননি ধোনি। তাঁকে দেখা যায় বাড়ির ছাদে উঠে সকলের দিকে হাত নাড়তে। কিংবদন্তিকে দেখে চিৎকার করে ওঠেন ভক্তরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এখনও তাঁকে এক ঝলক দেখার জন্য বিশ্বের তামাম ক্রিকেটপ্রেমীরা হা পিত্যেশ করে বসে থাকেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে এখনও খেলে চলেছেন এমএসডি। হলুদ জার্সিতে তিনি এবারের আইপিএলেও দলকে চ্যাম্পিয়ন করেছেন।
বিশ্বক্রিকেটের একমাত্র অধিনায়ক, যাঁর দখলে আইসিসি পরিচালিত তিনটি সীমিত ওভারের টুর্নামেন্টেরই ট্রফি রয়েছে। ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। পাশাপাশি তাঁর নেতৃত্বে টেস্টে বিশ্বের এক নম্বর দল হয়েছিল ভারত। তবে এত খ্যাতি সত্ত্বেও ধোনি বরাবর নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করেন।
VIDEO OF THE DAY📍
— Saravanan Hari 💛🦁🏏 (@CricSuperFan) July 7, 2023
Thala Dhoni waves back to the Fans waiting outside his Residence !! ❤️👋#HappyBirthdayDhoni | #MSDhoni | #Dhoni pic.twitter.com/mvUO3otMY2
ট্যুইটারে ৮৬ লক্ষ ফলোয়ার। অথচ ধোনি শেষ ট্যুইট করেছেন ২০২১ সালে। ইনস্টাগ্রামে ফলোয়ার ৪ কোটি ৩৮ লক্ষ। কিন্তু সচরাচর পোস্ট করেন না। গত ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে শেষ একটি ভিডিও পোস্ট করেছেন।
১৯৮১ সালের ৭ জুলাই রাঁচিতে জন্ম ধোনির। বাবা পান সিংহ। মা দেবকী দেবী। দিদি জয়ন্তী গুপ্ত। ভাই নরেন্দ্র সিংহ ধোনি।
২০১০ সালে সাক্ষী সিংহ রাওয়াতের সঙ্গে বিয়ে হয় ধোনির। ২০১৫ সালে কন্যাসন্তান জীভার জন্ম। জীভা ও সাক্ষীকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় তুমুল আগ্রহ। তবে ধোনি খেলা না থাকলে খুব একটা প্রকাশ্যে আসেন না।
২০১৬ সালে ধোনির জীবন নিয়ে তৈরি হয় বায়োপিক, এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি। যেখানে ধোনির ভূমিকায় ছিলেন সুশান্ত সিংহ রাজপুত।
আরও পড়ুন: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! কমনওয়েলথ গেমসে সোনাজয়ীর প্যারিস অলিম্পিক্সে নামার স্বপ্ন কার্যত শেষ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন