Jeremy Lalrinnunga: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! কমনওয়েলথ গেমসে সোনাজয়ীর প্যারিস অলিম্পিক্সে নামার স্বপ্ন কার্যত শেষ
Paris Olympics: বার্মিংহাম কমনওয়েলথ গেমসে তিনি সোনা জিতেছিলেন। তাঁকে নিয়ে হইচইও কম হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, একাধিক পুরস্কার। স্বীকৃতি।
![Jeremy Lalrinnunga: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! কমনওয়েলথ গেমসে সোনাজয়ীর প্যারিস অলিম্পিক্সে নামার স্বপ্ন কার্যত শেষ CWG weightlifting champion Jeremy Lalrinnunga out of Paris Olympics contention, know in details Jeremy Lalrinnunga: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! কমনওয়েলথ গেমসে সোনাজয়ীর প্যারিস অলিম্পিক্সে নামার স্বপ্ন কার্যত শেষ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/07/d0c13c5e13f82192a987eb44bc7224de168872657736350_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বার্মিংহাম কমনওয়েলথ গেমসে তিনি সোনা জিতেছিলেন। তাঁকে নিয়ে হইচইও কম হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, একাধিক পুরস্কার। স্বীকৃতি। 'সাফল্যে ওর মাথা ঘুরে গিয়েছে। ও বাতিলের খাতায় চলে গিয়েছে। ওইরকম প্রতিভা নষ্ট হয়ে গেল,' বলছিলেন সর্বভারতীয় ভারোত্তোলন সংস্থার প্রধান সহদেব যাদব।
যাঁকে নিয়ে এত হই চই, তিনি ভারোত্তোলক জেরেমি লালরিননুঙ্গা (Jeremy Lalrinnunga)। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নেননি। সেই অভিযোগে তাঁকে জাতীয় শিবির থেকে গত সপ্তাহে বার করে দেওয়া হয়। ট্রায়ালে অংশ না নেওয়ায় ৪ সেপ্টেম্বর থেকে রিয়াধে ভারোত্তোলনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঠানো হচ্ছে না জেরেমিকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেই ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন হবে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে না পারার অর্থ, প্যারিস অলিম্পিক্সেও নামতে পারবেন না জেরেমি।
ভারোত্তোলনের বিশ্ব নিয়ামক সংস্থার বয়ান অনুযায়ী, অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে হলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতেই হবে।
এনআইএস পাতিয়ালায় ৩০ জুন বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ট্রায়াল আয়োজিত হয়েছিল। সেখানে জেরেমি অনুপস্থিত ছিলেন। জানা গিয়েছে, ট্রেনিংয়ের সময় মাস দেড়েক আগে চোট লেগেছিল জেরেমির। তাঁর স্লিপ ডিস্ক হয়েছিল। চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে কোনওরকম ওজন তুলতে নিষেধ করেন। সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেন। তবে জেরেমির মানসিকতা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। যাদব জানিয়েছেন, জেরেমিকে চিকিৎসার জন্য আমেরিকার সেন্ট লুইসে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল ফেডারেশনের তরফে। সেখানে প্রাক্তন ভারোত্তোলক তথা ফিজিওথেরাপিস্ট ডক্টর অ্যারন হর্সচিগের অধীনে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। টোকিও অলিম্পিক্সে চ্যাম্পিয়ন মীরাবাঈ চানুর কাঁধ, পিঠ, কব্জি, ঊরু-সহ একাধিক চোটের চিকিৎসা করেছেন তিনি।
অভিযোগ, মণিপুরের ভারোত্তোলক সেই প্রস্তাব নাকচ করে দেন। তিনি বরং পুণেতে আর্মি স্পোর্টস ইনস্টিটিউটে চিকিৎসা করাতে চান। যেখানে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকের অধীনে চিকিৎসা করানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। এই নিয়েই ফেডারেশনের সঙ্গে তাঁর সংঘাত বাঁধে। পরে শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁরে জাতীয় শিবির থেকে বার করে দেওয়া হয়েছে বলে খবর। সূত্রের খবর, পরেও একবার তাঁকে মার্কিন মুলুকে চিকিৎসা করাতে যাওয়ার কথা পুনর্বিবেচনার জন্য বলা হয়। কিন্তু ইমেল মারফত সেই প্রস্তাব নাকচ করে দেন জেরেমি। এটাকেই শৃঙ্খলাভঙ্গ হিসাবে দেখছে ফেডারেশন।
আরও পড়ুন: ABP Exclusive: ধোনিকে ভারতের কোচ হিসাবে দেখার প্রার্থনা, দুঃস্থ বাচ্চাদের সঙ্গে কেক কাটবেন রামবাবু
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)