এক্সপ্লোর
ধোনি বিস্ফোরণে চূর্ণ পঞ্জাব

নয়াদিল্লি: ফের হিটম্যান ধোনি৷ আইপিএলে বিগ হিটার মাহির প্রত্যাবর্তন৷ আইপিএল থেকে পুণে ছিটকে গেলেও ক্যাপ্টেন কুলের বিস্ফোরক ৬৪ রানের সৌজন্যেই পঞ্জাবকে হারাল পুণে৷ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭২ তোলে কিংস ইলেভেন পঞ্জাব৷ রান তাড়া করতে নেমে পুণে ইনিংসে ধস৷ খোয়াজার ব্যাটে ৩০ ছাড়া উপরের দিকে কারও ব্যাটেই তেমন রান আসেনি৷ শেষে স্বমূর্তিতে আগমন এমএসডির৷ ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৩ রান৷ আর, ওই ওভারেই ১ টি বাউন্ডারি ও ৩ টি ছক্কা হাঁকান মহেন্দ্র সিংহ ধোনি৷ শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতালেন তিনি৷ পঞ্জাবকে চার উইকেটে হারাল পুণে৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















