এক্সপ্লোর
Advertisement
‘দেখেও ডায়ালগ বলতে পারো না, শ্যুটিংয়ে কী করবে’, সাক্ষীর সঙ্গে খুনসুটি ধোনির, ভিডিও ভাইরাল
নিজেকে সাময়িকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরিয়ে রেখেছেন ধোনি। চলছে তাঁর অবসর নিয়ে জল্পনাও। যদিও ভক্তরা তাঁর মাঠে ফেরার অপেক্ষায় প্রহর গুণে চলেছেন।
নয়াদিল্লি: তাঁদের খুনসুটি আগেও দেখেছেন ভক্তরা। সোমবার ফের মহেন্দ্র সিংহ ধোনি ও স্ত্রী সাক্ষীর একটি মজার ভিডিও প্রকাশ্যে এল। যেখানে স্ত্রী সাক্ষীর অভিনয়ক্ষমতা নিয়ে মজা করেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
সোমবার বিকেলে ধোনি একটি ভিডিও টুইট করেন। সঙ্গে লেখেন, ‘অতীতের দুর্দান্ত একটি ঘটনা। পরিচালক বলেছিল এত সহজ চিত্রনাট্য একটা টেকেই হয়ে যাওয়া উচিত। অথচ তাকেই যখন সেই ডায়ালগ বলতে বললাম, কী অবস্থা। সময় সত্যিই কী দ্রুত বয়ে যায়। এটা এক বছরেরও বেশি পুরনো ঘটনা।’
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বিজ্ঞাপনের চিত্রনাট্য লেখা একটি কাগজ হাতে নিয়ে বসে রয়েছেন সাক্ষী। সেটা থেকে ডায়ালগ বলার চেষ্টা করছেন। এবং বারবার ডায়ালগ ভুলে যাচ্ছেন। নিজের ভুল ঢাকতে লাজুক হেসে সাক্ষী বলছেন, ‘সকলে মিলে আমার দিকে তাকিয়ে রয়েছো বলে বাড়তি সতর্ক হয়ে পড়ছি আমি। আর তাতেই বিপত্তি হচ্ছে।’ ধোনি পাশ থেকে হেসে স্ত্রীকে বলেন, ‘আরে তুমি তো দেখেও বলতে পারছ না। তাহলে শ্যুটিংয়ের সময় কী করবে।’ ধোনির এই কথায় সাক্ষী-সহ হাসিতে ফেটে পড়েন উপস্থিত সকলে। ধোনির পোস্ট করা ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
নিজেকে সাময়িকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরিয়ে রেখেছেন ধোনি। চলছে তাঁর অবসর নিয়ে জল্পনাও। যদিও ভক্তরা তাঁর মাঠে ফেরার অপেক্ষায় প্রহর গুণে চলেছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement