Mumbai Indians: দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়ার আগেই কোচ হিসাবে বাউচারের নাম ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স
Mark Boucher: সদ্যই দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফে জানানো হয়েছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই কোচের পদ থেকে সরে দাঁড়াবেন মার্ক বাউচার।
মুম্বই: আইপিএল (IPL 2023) শুরু হতে এখনও বেশ খানিকটা সময় রয়েছে। তবে আগেভাগেই দলের নতুন কোচের নাম ঘোষণা করে দিল টুর্নামেন্টের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। মাহেলা জয়বর্ধনের বদলে প্রধান কোচ হিসাবে পল্টনদের দায়িত্ব নিলেন মার্ক বাউচার (Mark Boucher)।
আজ, শুক্রবারই (১৬ সেপ্টেম্বর) মুম্বইয়ের তরফে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান তারকাকে কোচ হিসাবে নিযুক্ত করার কথা ঘোষণা করা হয়। এখনও দক্ষিণ আফ্রিকার কোচের পদে রয়েছেন বাউচার। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যই টেস্ট সিরিজ হারের পর, দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফে জানানো হয়েছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই কোচের পদ থেকে সরে দাঁড়াবেন মার্ক বাউচার। বাউচারও জানিয়েছিলেন তিনি নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্যই দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তারপর এক সপ্তাহও কাটেনি। মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হিসাবে ঘোষণা হয়ে গেল তাঁর নাম।
বাউচারের বক্তব্য
আইপিএলের সফলতম ফ্রাঞ্চাইজির কোচ হয়ে উচ্ছ্বসিত বাউচার বলেন, 'মুম্বই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্ব নেওয়া আমার কাছে সৌভাগ্যের। ফ্রাঞ্চাইজি হিসাবে ওদের অতীতের সাফল্য প্রমাণ করে দেয় ওরা বিশ্বের অন্যতম সেরা। আমি আমার সামনে চ্যালেঞ্জ রয়েছে, তার মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে রয়েছি এবং দল যে সাফল্য চায় সেই বিষয়েও অবগত। এই দল দারুণ খেলোয়াড়দের পাশাপাশি দলের নেতৃত্ব বিভাগও খুবই মজবুত। আমি এই দলের হয়ে নিজের অবদান রাখতে আগ্রহী।'
Presenting आपले नवीन Head Coach - 𝐌𝐀𝐑𝐊 𝐁𝐎𝐔𝐂𝐇𝐄𝐑 💙
— Mumbai Indians (@mipaltan) September 16, 2022
Paltan, drop a 🙌 to welcome the 🇿🇦 legend to our #OneFamily 👏#DilKholKe #MumbaiIndians @markb46 @OfficialCSA pic.twitter.com/S6zarGJmNM
সোমবার দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফে এক বিবৃতিতে বোর্ডের সিইও জানান, 'বিগত তিন বছর ধরে মার্ক দক্ষিণ আফ্রিকার হেড কোচ হিসাবে যে সময় দিয়েছে এবং যতটা পরিশ্রম করেছে, তার জন্য ওঁকে আমরা ধন্য়বাদ জানাতে চাই। একাধিক সিনিয়র তারকাদের অবসরের পর আমাদের কঠিন সময়ে ওঁ দলের দায়িত্ব নিয়েছে এবং আগামী প্রজন্মের জন্য একটা মজবুত ভিতও গড়েছে। আমরা এর জন্য ওঁর কাছে চিরকৃতজ্ঞ থাকবে। ওঁর জীবনের পরবর্তী অধ্য়ায়ের জন্য আমাদের তরফে অনেক শুভেচ্ছা রইল।'
নতুন পদে প্রাক্তন কোচ
গত মরসুমের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি। প্রথম দল হিসাবে তারা আইপিএল থেকে ছিটকে গিয়েছিল। লিগ তালিকায় সবার নীচে শেষ করেছিল মায়ানগরীর ফ্রাঞ্চাইজি। তবে তা সত্ত্বেও কোচের বদল ঘটলেও, প্রাক্তন কোচ মাহেলা জয়বর্ধনেকে (Mahela Jayawardene) কিন্তু ছাঁটাই করা হয়নি। বরং তাঁকে আরও বড় দায়িত্ব দেওয়া হয়েছে। মুম্বইয়ের কোচের বদলে জয়বর্ধনেকে বিশ্বব্যাপী এমআই ফ্রাঞ্চাইজির পারফরম্যান্স প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: কাজে দিল না রিচার আগ্রাসী ইনিংস, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারল ভারত