INDW vs ENGW: কাজে দিল না রিচার আগ্রাসী ইনিংস, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারল ভারত
Richa Ghosh: ৫২ রাতে ছয় উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় দলকে লড়াইয়ের রসদ দিয়েছিলেন রিচা ঘোষ। ২২ বলে ৩৩ রানে ইনিংস খেলেন বাংলার রিচা।
ব্রিস্টল: প্রথম টি-টোয়েন্টিতে পরাজয়ের পর, দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্মৃতি মান্ধানার ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে (INDW vs ENGW) সিরিজে সমতায় ফিরেছিল ভারত। তবে তৃতীয় টি-টোয়েন্টি ফের হারতে হল ভারতকে। কাজে দিল না রিচা ঘোষের (Richa Ghosh)ঝোড়ো ইনিংস। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ পরাজিত হলেন হরমনপ্রীতরা। তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় দলকে ১০ বল বাকি থাকতে সাত উইকেটে হারায় ইংল্যান্ড।
রিচার লড়াই
এদিন ব্রিস্টলে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড দল। ব্যাটে নেমে শুরুতেই পরপ দুই ওভারে দুই ওপেনার শেফালি ভার্মা (৫) ও স্মৃতিকে (৯) হারিয়ে চাপে পড়ে যায় ভারত। অধিনায়ক হরমনপ্রীত কৌরও (৫) ব্যর্থ হন। মেঘানা ও হেমলতা দুই জন্যেই শূন্যে রানে আউট হন। ১০ ওভারে ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে এক সময় ধুঁকছিল ভারতীয় দল। সেখান থেকে দীপ্তি শর্মা (২৪), রিচা ঘোষ (৩৩) ও পূজা বস্ত্রকরের (১৯) দৌলতে কোনওক্রমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেটের বিনিময়ে ১২২ রান তোলে ভারতীয় দল।
Innings Break! #TeamIndia post 122/8 on the board in the third #ENGvIND T20I.
— BCCI Women (@BCCIWomen) September 15, 2022
Over to our bowlers now. 👍 👍
Scorecard ▶️ https://t.co/kRDuI8uFlA pic.twitter.com/guQo5JF3hC
আশা জাগিয়েও ব্যর্থ
ইংল্যান্ডের হয়ে সোফি একলেস্টোন তিন ও সারাহ গ্লেন দুই উইকেট নেন। মাত্র ১২২ রানের পুঁজি হাতে নিয়ে জয়ের জন্য শুরুতেই ইংল্যান্ডের ওপেনারদের ফেরানো প্রয়োজন ছিল। তবে রেণুকা সিংহ, পূজারা তা করতে ব্যর্থ হন। সোফিয়া ডাঙ্কলি (৪৯) ও ও ড্যানি ওয়েট (২২) ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে ৭০ রান যোগ করেন। তবে বড় ওপনিং পার্টনারশিপের পর, মাত্র নয় রানের ব্যবধানে তিন উইকেট তুলে নিয়ে ভারত ম্যাচে ফেরার আশা জাগায় বটে। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। অ্যালিস ক্যাপসে (৩৮) অপরাজিত ইনিংসে ইংল্যান্ডের জয় সুনিশ্চিত করেন।
১০ বল বাকি থাকতেই ম্যাচ নিজেদের নামে করে নেয় ইংল্যান্ড। ভারতের হয়ে রাধা যাদব, স্নেহ রানা ও পূজা একটি করে উইকেট নেন। সোফিয়া ডাঙ্কলিকে সিরিজ সেরা ঘোষণা করা হয়। তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন একলেস্টোন। টি-টোয়েন্টি সিরিজের পর ১৮ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে মুখোমুখি হবে দুই দল।
আরও পড়ুন: ''তোমার টেনিস দেখা ছিল একটা নেশা, যার অবসর হয় না'', রজারকে বার্তা সচিনের