এক্সপ্লোর
Advertisement
আমলার পাল্টা বাটলার, রানার অসাধারণ ইনিংসে সহজ জয় মুম্বইয়ের
ইন্দৌর: ওপেনার হাশিম আমলার অপরাজিত শতরানের পরেও বোলারদের ব্যর্থতায় মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৮ উইকেটে হেরে গেল কিংস ইলেভেন পঞ্জাব। পার্থিব পটেল (৩৭), জোশ বাটলার (৭৭) ও নীতীশ রানার (৬২ অপরাজিত) অসাধারণ ইনিংসের সুবাদে সহজেই হারিয়ে দিল মুম্বই। ফলে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত আইপিএল-এর শীর্ষে মুম্বই।
আজ টসে জিতে প্রথমে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৯৮ রান করে পঞ্জাব। হাশিম আমলা ৬০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন। ১৮ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেললেন অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। মূলত এই দুই ব্যাটসম্যানের দাপটেই বড় রানে পৌঁছয় পঞ্জাব। ১৫.৩ ওভারেই সেই রান টপকে যায় মুম্বই। বাটলার ও রানা অসাধারণ ব্যাটিং করেন। ওপেন করতে নেমে পার্থিবও ঝোড়ো ব্যাটিং করেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement