এক্সপ্লোর
Advertisement
শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি হল অফ ফেমে মুরলীধরন
দুবাই: শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি হল অফ ফেমে জায়গা পেলেন প্রাক্তন অফ স্পিনার মুথাইয়া মুরলীধরন। চলতি বছরের শেষদিকে সরকারিভাবে এই ঘোষণা হবে। মুরলীর সঙ্গেই হল অফ ফেমে জায়গা পাচ্ছেন ইংল্যান্ডের প্রয়াত প্রাক্তন ক্রিকেটার জর্জ লোহম্যান, অস্ট্রেলিয়ার প্রয়াত প্রাক্তন ক্রিকেটার আর্থার মরিস এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন মহিলা ক্রিকেটার ক্যারেন রল্টন।
টেস্ট ও একদিনের ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মুরলী। ১৯৯২ থেকে ২০১১ পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজারের বেশি উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। তিনিই এই রেকর্ড গড়া দ্বিতীয় ক্রিকেটার।
প্রয়াত পেসার লোহম্যান ১৮৮০ ও ১৮৯০-এর দশকে ক্রিকেট খেলেছেন। ১৮৯৬ সালের মার্চ মাসে নিজের ১৬ তম টেস্টে দ্রুততম ১০০ উইকেট শিকারী হন এই বোলার। তাঁর এই রেকর্ড ১২০ বছরেরও বেশি সময় ধরে অক্ষত।
প্রয়াত ওপেনার মরিস ১৯৪৮ সালের বিখ্যাত অ্যাশেজ সিরিজে ৬৯৬ রান করে ডন ব্র্যাডম্যানকেও পিছনে ফেলে দিয়েছিলেন। রল্টন ১৯৯৫ থেকে ২০০৯ পর্যন্ত খেলেছেন। ২০০১ সালে হেডিংলি টেস্টে তিনি অপরাজিত ২০৯ রান করেছিলেন। সেটাই তখন মহিলাদের টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল। ২০০৫ সালের মহিলা বিশ্বকাপের ফাইনালে শতরান করেন রল্টন।
আইসিসি-র চিফ এগজিকিউটিভ ডেভ রিচার্ডসন বলেছেন, বিভিন্ন সময়ের ক্রিকেটাররা হল অফ ফেমে জায়গা পেয়েছেন। একজন মহিলা ক্রিকেটারকেও জায়গা দেওয়া হয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement