এক্সপ্লোর
রেকর্ড গড়ার ম্যাচ বলে মুশফিকরের অটোগ্রাফ নিলেন অশ্বিন

হায়দরাবাদ: হায়দরাবাদে একমাত্র টেস্টে ভারতের কাছে প্রত্যাশিতভাবেই হেরে গিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ ভারতীয় দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রথম ইনিংসে বাংলাদেশের অধিনায়ক মুশফিকর রহিমকে আউট করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নয়া ইতিহাস গড়ছেন অশ্বিন। দ্রুততম ২৫০ উইকেট শিকারের কৃতিত্ব এখন অশ্বিনের দখলে। অশ্বিন রেকর্ড গড়ার সেই ম্যাচ বলটি বাংলাদেশের অধিনায়ককে মুশফিকরকে দিয়ে সই করিয়ে নিয়েছেন। ৪৫ তম টেস্টে মুশফিকরই ছিলেন তাঁর ২৫০ তম শিকার।অশ্বিনের বল সুইপ করতে গিয়ে উইকেটকিপার ঋদ্ধিমান সাহার হাতে ধরা পড়েন মুশফিকর। মুশফিকর বলেছেন, ‘অশ্বিন ম্যাচ বলটি নিয়ে আমার কাছে এসে অটোগ্রাফ দিতে বললেন। কারণ, আমিই তাঁর ২৫০ তম শিকার। আমি শুনেছি, ডেনিস লিলির রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি’।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















