এক্সপ্লোর
Advertisement
আমার ভারত ভেঙে যায়নি, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অস্ট্রেলিয়ার সাংবাদিককে জবাব হর্ষ ভোগলের
দীর্ঘ ফেসবুক পোস্টে দেশের প্রতি তাঁর ভাবনা নিয়ে আরও অনেক কথাই লিখেছেন হর্ষ।
নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশজুড়ে বিতর্কের মধ্যেই এবার এ বিষয়ে মুখ খুললেন ক্রিকেটের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। তিনি ফেসবুকে লিখেছেন, ‘তরুণ ভারত আমাদের সঙ্গে কথা বলছে। তরুণ ভারত কী হতে চায়, সেটা আমাদের বলছে। আমরা যেটা হতে বলছি, সেটা হতে চায় না তরুণ ভারত।’
দীর্ঘ ফেসবুক পোস্টে দেশের প্রতি তাঁর ভাবনা নিয়ে আরও অনেক কথাই লিখেছেন হর্ষ। তাঁর এই পোস্টের পাল্টা ট্যুইট করে অস্ট্রেলিয়ার ক্রীড়া সাংবাদিক ডেনিস ফ্রিম্যান বলেন, ‘এর জন্য আমি হর্ষর প্রশংসা করতে পারি। ওর ভারত ভেঙে গিয়েছে। বিশ্বের অন্য কোনও দেশের নেতা বা শাসক দলের সঙ্গে ক্রমাগত নাৎসিদের তুলনা করা হচ্ছে না। এ বিষয়ে আমাদের সবারই হর্ষ হওয়া দরকার। শুধু গৌতম গম্ভীরই আলাদা। ও বিভেদের দলের নেতা হওয়ার পথ বেছে নিয়েছে।’
I can only applaud Harsha for this. His India is broken. No other country’s leader or ruling party in the world is consistently being compared to Nazis. On this issue, we all need to be Harsha. Except for @GautamGambhir. He has chosen to be a figurehead for the party of division https://t.co/UOwPlsv8Tg
— Dennis Boxing Day (@DennisCricket_) December 24, 2019
ডেনিসের এই ট্যুইটের জবাবে হর্ষ বলেন, ‘না ডেনিস, আমার ভারত ভেঙে যায়নি। তরুণরা আশ্চর্য কাজ করছে। আমাদের দেশে পূর্ণমাত্রায় সক্রিয়, পরিণত গণতন্ত্র রয়েছে। আমরা কখনও কখনও বিরোধিতা করতে পারি, হতাশা প্রকাশ করতে পারি, কিন্তু আমরা ভীষণভাবে ভারতীয়। তুমি তুলনা করতে গিয়ে যে শব্দ ব্যবহার করেছো, সেটা কখনও কোরো না।’
No Dennis, my India isn't broken. It is full of vibrant young people doing amazing things too. We are a fully functional, mature democracy. We might voice our dissent, our disappointment at times but we are fiercely Indian. That word you used in comparison.....never. https://t.co/2rTmEJs4dX
— Harsha Bhogle (@bhogleharsha) December 25, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement