এক্সপ্লোর
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ট্যুইটের জবাব, মহিলাদের টি-২০ বিশ্বকাপের জন্য দু’দলকেই শুভেচ্ছা মোদির
পাল্টা ট্যুইটে মোদি লেখেন, ‘আগামীকাল মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া লড়াইয়ের চেয়ে বড় কিছু হতে পারে না। দু‘’দলকেই শুভেচ্ছা এবং নারী দিবসের শুভেচ্ছা। আশা করি সেরা দলই জিতবে। নীল পাহাড়ের মতোই আশা করি আগামীকাল এমসিজি-র রংও নীল হয়ে উঠবে।’

নয়াদিল্লি: আগামীকাল মেলবোর্নে মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ট্যুইট করেন, ‘আগামীকাল মেলবোর্নে মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচ। এমসিজি-তে বিপুল দর্শকের সামনে খেলবে দুই অসাধারণ দল। দুর্দান্ত ম্যাচ হবে। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হবে।’
G'day @ScottMorrisonMP!
It doesn't get bigger than the India vs Australia Final in Women's @T20WorldCup tomorrow.
Best wishes to both @BCCIWomen and @AusWomenCricket and greetings on Women’s Day.
May the best team win. Like the Blue Mountains, MCG will also be Blue tomorrow! https://t.co/CRElLibcSg
— Narendra Modi (@narendramodi) March 7, 2020
পাল্টা ট্যুইটে মোদি লেখেন, ‘আগামীকাল মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া লড়াইয়ের চেয়ে বড় কিছু হতে পারে না। দু‘’দলকেই শুভেচ্ছা এবং নারী দিবসের শুভেচ্ছা। আশা করি সেরা দলই জিতবে। নীল পাহাড়ের মতোই আশা করি আগামীকাল এমসিজি-র রংও নীল হয়ে উঠবে।’ খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















