Powerlifter Shot: রোহতকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু জাতীয় স্তরের ভারত্তোলকের
Sonipat News: ঘটনাটি ঘটেছে রবিবার হরিয়ানার সোনিপথে। জেলাস্তরে সোনাজয়ী ভারত্তোলক ভনস তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

রোহতক: মাত্র ২০ বছর বয়স। জাতীয় স্তরে ভারত্তোলনে প্রশংসাও কুড়িয়েছিলেন। কিন্তু একটা ঝামেলায় সব শেষ হয়ে গেল। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ভনস। সোনিপথের এই তরুণ ভারত্তোলক জেলা পর্যায়ে সোনাও জিতেছিলেন। সামনে দুর্দান্ত ভবিষ্যৎ অপেক্ষা করছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। পাঁচ রাউন্ড গুলি ঝাঁঝড়া করে দিল ভনসকে। হাসপাতালের নিয়ে যাওয়ার হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে রবিবার হরিয়ানার সোনিপথে। জেলাস্তরে সোনাজয়ী ভারত্তোলক ভনস তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সূত্রের খবর, অক্ষিতা ও ভনসিকা দুই বান্ধবীর সঙ্গে দেখা করে প্রগতি নগর থেকে চার্জার নেওয়ার কথা ছিল ভনসের। সেখানেই দুপুর ৩টে নাগাদ লেনের ধারে তাঁর মোটরবাইকটি পার্ক করেন ভনস। কিছুক্ষণ পরেই কুলদীপ নামে এক ব্যক্তি তাঁর গাড়ি নিয়ে এসে ক্রমাগত হর্ন দিতে থাকেন। তাঁর অভিযোগ ছিল যে রাস্তা আটকে বাইকটি পার্ক করেছেন ভনস। ক্রমাগত হর্নের আওয়াজ শুনে এগিয়ে আসেন ভনস। তাঁর সঙ্গে কুলদীপ বচসায় জড়িয়ে পড়েন। ঝামেলা বাড়ায় এগিয়ে আসেন অক্ষিতা ও ভনসিকা। সেই সময়ই কুলদীপ ২ তরুণীর উদ্দেশে কু-কথা বলতে থাকেন। তখন ভনস তার প্রতিবাদ করে ওঠেন। ঠিক তখনই কুলদীপ তাঁর গাড়ির দরজা খুলে বন্দুক বের করে গুলি চালিয়ে দেন। গলায়, বুকে, মুখে গুলি করেন কুলদীপ। অভিযুক্তের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, ভনসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারত্তোলনে। জেলার প্রতিভাবান ভারত্তোলক হিসেবেই পরিচিত ছিলেন ভনস। তিন বছর আগে ভারত্তোলন নিয়ে কেরিয়ার গড়ার কথা ভাবা শুরু করেছিলেন। ২০২৩ সালে প্রথমবার ৭৪ কেজি ক্যাটাগরিতে সোনা জেতেন জেলা পর্যায়ে। ২০২৪ সালে দিল্লিতে আয়োজিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন।
প্রকাশ্যে গুলি করার ঘটনা বারবার ঘটেছে সাম্প্রতিক সময়ে। গত বছর নিজের অফিস থেকে বেরনোর সময় বাবা সিদ্দিকিকে গুলির আঘাতে প্রাণ হারাতে হয়। বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালানো হয়। এর ফলে গাড়িতে ওঠার আগেই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। বিষয়ট দেখতে পেয়ে তাঁকে তাড়াতাড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল সেই সময়।






















