Alumni Offline Chess Tournamen: প্রথমবার শহরের বুকে অফলাইন দাবা প্রতিযোগিতা
Alumni offline Chess tournamen: প্রথমবার অফলাইন দাবা প্রতিযোগিতার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলার ২ গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া ও সূর্যশেখর গঙ্গোপাধ্যায়।
কলকাতা: শহরের বুকে প্রথমবার অফলাইন দাবা প্রতিযোগিতা। নব নালন্দা অ্যালুমনি ও নব নালন্দা স্কুলের যৌথ উদ্যোগে কলকাতার বুকে হতে চলেছে ইন্টার অ্য়ালুমনি দাবা প্রতিযোগিতা। আগামী ১৬ ও ১৭ এপ্রিল আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্ট। প্রথমবার অফলাইন দাবা প্রতিযোগিতার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলার ২ গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া ও সূর্যশেখর গঙ্গোপাধ্যায়।
নব নালন্দা অ্যালুমনি এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন রকম স্পোর্টস ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এসেছে। এবারও তার ব্যতিক্রম হল না। কোভিড পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে প্রত্য়েকের জীবনে। এই পরিস্থিতিতে দাবাই একমাত্র মাধ্যম হয়ে উঠতে পারে যা থেকে মানসিক শান্তি ও ধৈর্যের পরীক্ষাও দেওয়া যায়। এছাড়াও এক ছাদের তলায় ফের একটি পুণর্মিলনের মঞ্চ।
প্রায় ২৫টি অ্যালুমনির প্রায় ২০০ জন এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। ভিডিও বার্তায় তিনি ও সূর্যশেখর গঙ্গোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন এই উদ্যোগকে।
ফুটবলের মাধ্যমে রশিয়া-ইউক্রেনে শান্তির বার্তা
খেলার মাঠেও এবার ইউক্রেনে পাশে থাকার বার্তা। যুদ্ধ নয়, শান্তি চাই এই বার্তা নবনালন্দা অ্যালুমনি অ্যাসোসিয়েশনের তরফে। প্রতিবারই তাঁরা একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকেন। এবারও রবীন্দ্র সরোবরের অ্যাভেনিউ সম্মিলনী মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করেছিলেন তারা। মোট ৮টি দল অংশ নিয়েছিল। তার মধ্যেই একটি দল বেঙ্গল বন্ডিতস। তাঁরাই তাঁদের জার্সিতে খেলার মধ্যে দিয়েই পৌঁছে দিয়েছেন শান্তির বার্তা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা গোটা বিশ্বকে ভাবিয়েছে। এই শহরের অনেক তরুণ-তরুণীও ইউক্রেনে আটকে রয়েছেন পড়াশুনা করতে গিয়ে। জীবন সংশয় রয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে খেলার মাঠেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তির আবেদন করছেন এই এই দলের প্লেয়াররা। টুর্নামেন্টে অংশগ্রহণের মধ্যে দিয়েই ইউক্রেনের পাশে থাকার বার্তা দিয়েছে বেঙ্গল বন্ডিত।