Neeraj Chopra: পোচেফস্ট্রুমে জয় দিয়ে মরশুম শুরু করলেন অলিম্পিক্স পদকজয়ী নীরজ
Neeraj Chopra Update: একমাত্র নীরজ ও স্মিথই এই প্রতিযোগিতায় ৮০ মিটারের দূরত্ব অতিক্রম করতে পেরেছিলেন। যদিও এই থ্রো একেবারেই নীরজের সেরা থ্রোয়ের ধারেকাছে ছিল না।

পোচেফস্ট্রুম: অ্য়াথলেটিক্সে নতুন মরশুমটা দুর্দান্ত শুরু করলেন নীরজ চোপড়া। Potch Invitational Track event-এ জয়ী হলেন ভারতের সোনার ছেলে। ৮৪.৫২ মিটার দূরত্বে জ্যাভলিন অতিক্রম করেছিলেন দুবারের অলিম্পিক্স পদকজয়ী অ্য়াথলিট। পাঁচ বছর আগে টোকিও অলিম্পিক্সের জন্য যে স্টেডিয়ামে যোগ্যতা অর্জন করেছিলেন সেই ম্য়াকআর্থার স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন নীরজ। মোট ছয়জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। পদকের লড়াইয়ে নীরজ হারিয়ে দেন স্থানীয় ডৌ স্মিথ ও ডানকান রবার্টসনকে।
একমাত্র নীরজ ও স্মিথই এই প্রতিযোগিতায় ৮০ মিটারের দূরত্ব অতিক্রম করতে পেরেছিলেন। যদিও এই থ্রো একেবারেই নীরজের সেরা থ্রোয়ের ধারেকাছে ছিল না। নীরজের সেরা থ্রো এখনও পর্যন্ত ৮৯.৯৪ মিটার। স্মিথ ৮২.৪৪ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন জ্যাভলিনে। দক্ষিণ আফ্রিকাতেই নিের প্রস্তুতি সারছেন নীরজ। আগামী ১৬ মে থেকে শুরু হবে দোহা ডায়মণ্ড লিগ। সেই টুর্নামেন্টে পদক জিততে মরিয়া নীরজ।
টোকিওতে প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসাবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। গত বছরে প্যারিসে চোট আঘাতে জর্জরিত নীরজ সোনা না জিতলেও রুপো পান। তাঁর অনুরাগীর সংখ্যা স্বাভাবিকভাবেই প্রচুর। সেই নীরজই একেবারে চুপিসারে জানুয়ারিতে বিয়ে সেরে ফেলেন হিমানী মোরের সঙ্গে। রবিবারই অবশ্য তিনি নিজের সোশ্য়াল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবিগুলি শেয়ার করেন। ২৭ বছর বয়সি নীরজ ছবিগুলির ক্যাপশনে লেখেন, 'নিজের পরিবারের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের শুরুটা করলাম। প্রচুর আর্শীবাদ আজ আমাদের এখানে পৌঁছতে সাহায্যে করেছে এবং তার জন্য আমি কৃতজ্ঞ। ভালোবাসার সুতোয় গেঁথে চিরজীবনের সফর।'
নীরজ তাঁর স্ত্রীয়ের নামও সকলকে জানান। নীরজের স্ত্রী সোনিপথের হলেও, তিনি এখন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। নীরজের কাকা ভীম, যিনি নীরজদের সঙ্গেই থাকেন, তিনি পিটিআইকে জানান নীরজরা দেশেই বিয়ে সেরে বর্তমানে মধুচন্দ্রিমায় বেরিয়েছেন। তিনি বলেন, 'দিন দুই আগে ভারতেই বিয়েটা সম্পন্ন হয়েছে। তবে কোথায় হয়েছে সেটা আমি বলতে পারব না। মেয়েটি সোনিপথের এবং বর্তমানে ও যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে। ওরা মধুচন্দ্রিমার জন্য দেশের বাইরে গিয়েছে তবে সেই জায়গাটা কোথায়, সেটা আমি জানি না। আমরা এটুকুই জানাতে চাই।'
আরও পড়ুন: গুজরাতের সিংহাসন কেড়ে নিল দিল্লি, আইপিএলের পয়েন্ট টেবিলে কোন দল






















