এক্সপ্লোর
Advertisement
আইসিসি বিশ্ব একাদশে নেপালের তরুণ স্পিনার সন্দীপ লামিছানি
দুবাই: ঘূর্ণিঝড় হারিকেনে ক্ষতিগ্রস্ত হওয়া স্টেডিয়াম সারানোর জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে এ মাসের ৩১ তারিখ লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে চলা একটি চ্যারিটি টি-২০ ম্যাচে আইসিসি বিশ্ব একাদশে জায়গা পেলেন নেপালের তরুণ স্পিনার সন্দীপ লামিছানি। ১৭ বছর বয়সি এই ক্রিকেটার এখন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল-এ খেলছেন। তাঁকে সাহায্য করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন মাইকেল ক্লার্ক। ইতিমধ্যেই বিভিন্ন প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সাড়া ফেলেছেন সন্দীপ। এবার তিনি বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছেন। তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান ব্যক্তিগত কারণে এই ম্যাচে খেলবেন না বলে জানিয়েছেন।
🇳🇵 leg-spinner Sandeep Lamichhane has been added to the ICC World XI squad which will take on @WestIndies at the @HomeOfCricket on 31 May for #CricketRelief
What a moment for the 17-year-old!
READ ➡️ https://t.co/JMi4a7XgDM pic.twitter.com/CJUwp3ps9i
— ICC (@ICC) May 16, 2018
২০১৪ সালে নেপালের তৎকালীন কোচ পুবুদু দাসানায়েকের নজরে পড়েন সন্দীপ। তিনি ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবার নেপালের হয়ে খেলেন। সেই প্রতিযোগিতায় ১৬ উইকেট নেন এই তরুণ রিস্ট স্পিনার। এ বছরের ফেব্রুয়ারিতে নামিবিয়ায় অনুষ্ঠিত হওয়া বিশ্ব ক্রিকেট লিগের দ্বিতীয় ডিভিশনের ৬টি ম্যাচে ১৭ উইকেট নেন সন্দীপ। এরপর মার্চে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ১৩ উইকেট নেন তিনি। এই প্রতিযোগিতায় অষ্টম স্থানে শেষ করে ২০২২ পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল।
দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল-এ সুযোগ পাওয়ার পর এবার বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন সন্দীপ। তাঁর সতীর্থ হতে চলেছেন ইয়ন মর্গ্যান (অধিনায়ক), শাহিদ আফ্রিদি, তামিম ইকবাল, দীনেশ কার্তিক, রশিদ খান, মিচেল ম্যাকক্লেনাগান, শোয়েব মালিক, হার্দিক পাণ্ড্য, থিসারা পেরেরা ও লুক রঞ্চি। বিপক্ষ দলে থাকবেন স্যামুয়েল বদ্রী, কার্লোস ব্রেথওয়েট, ক্রিস গেইল, এভিন লিউইস, মার্লন স্যামুয়েলস, আন্দ্রে রাসেলরা।
এই সুযোগ পাওয়া প্রসঙ্গে সন্দীপ বলেছেন, ‘এটা গোটা দেশ এবং ক্রিকেটপ্রেমীদের জন্য সম্মানের বিষয়। এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে, আমরা আন্তর্জাতিক ক্রিকেটে ছাপ ফেলছি। টিভিতে যে ক্রিকেটারদের খেলা দেখেছি, তাদের সঙ্গে অনুশীলন, একই ড্রেসিংরুমে থাকা এবং খেলার সুযোগ পেতে চলেছি। অনেককিছু শেখা এবং উন্নতি করার সুযোগ পাব।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement