এক্সপ্লোর
Advertisement
ওয়েলিংটনে ৮০ রানে পরাস্ত রোহিতরা, টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বেশি রানের ব্যবধানে হার, সিরিজে ১-০ এগিয়ে গেল নিউজিল্যান্ড
ওয়েলিংটন: টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮০ রানে হেরে গেলেন রোহিত শর্মারা। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই ভারতের সবচেয়ে বেশি রানের ব্যবধানে পরাজয়। সিরিজে ১-০ এগিয়ে গেল নিউজিল্যান্ড।
বুধবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ২১৯/৬। মাত্র ৪৩ বলে ৮৪ রান টিম সিফার্টের। শেষ দিকে চালিয়ে খেলে রস টেলর ১৪ বলে ২৩ ও স্কট কাগলেইন ৭ বলে অপরাজিত ২০ রান করেন।
জবাবে ১৯.২ ওভারে মাত্র ১৩৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। মেয়ে জীভার জন্মদিনে ৩১ বলে ৩৯ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হয়েও জেতাতে ব্যর্থ মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ছাড়া শিখর ধবন ১৮ বলে ২৯, বিজয় শঙ্কর ১৮ বলে ২৭ ও ক্রুণাল পাণ্ড্য ১৮ বলে ২০ রান করেন। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে টিম সাউদি তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার ও ইশ সোধি। ম্যাচের সেরা হয়েছেন সিফার্ট।
Updated
# ১৩৯ রানে শেষ ভারতের ইনিংস, ৮০ রানে ম্যাচ হেরে সিরিজে ০-১ পিছিয়ে পড়ল ভারত
# হারের মুখে দাঁড়িয়ে পরপর তিনটি ডট বল খেললেন ধোনি, ১৯ ওভারের শেষে ভারতের স্কোর ১৩৬/৯
# হারের মুখে ভারত, আউট ভুবনেশ্বর কুমার, ১৮ ওভারের শেষে স্কোর ১৩২/৮
# ম্যাচ কার্যত ভারতের হাতের বাইরে, আউট ক্রুণাল, ১৭ ওভারে স্কোর ১২৯/৭
# হারের মুখে ভারত, ১৬ ওভারে স্কোর ১১৮/৬, ২৪ বলে চাই ১০২ রান
# চাপের মুখে লড়াই ধোনি-ক্রুণালের, সোধির ওভারে উঠল ১৬ রান, ১৫ ওভারে ভারত ১১৩/৬
# স্যান্টনারকে ছক্কা ধোনির, ভারতের স্কোর ১৪ ওভারে ৯৭/৬
# ত্রয়োদশ ওভারে উঠল মাত্র ৫ রান, ভারতের স্কোর ১৩ ওভারে ৮৮/৬
# ওয়েলিংটনে হারের মুখে ভারত, ১২ ওভারের শেষে স্কোর ৮৩/৬, ক্রিজে রয়েছেন ধোনি
# ওয়েলিংটনে কোণঠাসা ভারত, একই ওভারে আউট কার্তিক-হার্দিক, ১১ ওভারের শেষে ভারতের স্কোর ৭৭/৬
# চাপের মুখে ভারত, ক্রিজে ধোনি-কার্তিক, ১০ ওভারের শেষে স্কোর ৭২/৪
# এক ওভারে জোড়া ধাক্কা বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের, আউট হয়ে ড্রেসিংরুমে ফিরলেন ঋষভ ও শঙ্কর, ৯ ওভারে ভারত ৬৫/৪
# রোহিত-ধবন ফেরার পর ইনিংসের হাল ধরেছেন মারমুখী শঙ্কর, ৮ ওভারে ভারত ৬৪/২
# স্যান্টনারকে বিশাল ছক্কা শঙ্করের, স্টাম্পিং থেকে বাঁচলেন, ৭ ওভারে ভারত ৬১/২
# ফিরলেন দুই ওপেনার, রান তাড়া করতে নেমে ৬ ওভারে ভারতের স্কোর ৫৩/২
# মারমুখী ধবন, রান তাড়া করতে নেমে ৫ ওভারে ভারতের স্কোর ৪৬/১
# নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৪ ওভারে ভারতের স্কোর ২৮/১
# রান তাড়া করতে নেমে প্রথম ধাক্কা ভারতের, ফিরলেন রোহিত শর্মা, ৩ ওভারে স্কোর ২০/১
# রান তাড়া করতে নেমে ভাল শুরু ভারতের, ২ ওভারের শেষে স্কোর ১৮/০
# প্রথমে ব্যাট করে বড় রান নিউজিল্যান্ডের। নির্ধারিত ২০ ওভারে কিউয়িরা তুলল ২১৯/৬
# প্রথমে ব্যাট করে বড় ইনিংসের পথে নিউজিল্যান্ড, ১৯ ওভারে কিউয়িদের স্কোর ২০৭/৬
# বাউন্ডারি লাইনে সিরাজের দুরন্ত ক্যাচে ফিরলেন কলিন ডি গ্র্যান্ডহোম, ১৮ ওভারে নিউজিল্যান্ড ১৯০/৫
# ওয়েলিংটনে ১৭ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৮০/৪। ঝড় রস টেলরের ব্যাটে
# ওয়েলিংটনে ঝোড়ো শুরুর পরেও পরপর ধাক্কা নিউজিল্যান্ড ইনিংসে। যুজবেন্দ্র চাহালের বলে ফিরলেন কেন উইলিয়ামসন। ১৬ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ১৬৯/৪।
# ওয়েলিংটনে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের স্কোর ১৫ ওভারে ১৬৪/৩। হার্দিক পাণ্ড্যর বলে বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচ দীনেশ কার্তিকের। ফিরলেন ডারিল মিচেল।
#ওয়েলিংটনে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের স্কোর ১৩ ওভারে ১৪০/২। ওপেনার টিম সিফার্ট ৪৩ বলে ৮৪ রান করে আউট হয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement