এক্সপ্লোর
Advertisement
শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
মার্টিন গাপটিল ৭৩ ও কলিন মুনরো ৫৮ রানে অপরাজিত থাকেন।
কার্ডিফ: বিশ্বকাপের প্রথম ম্যাচেই ধরাশায়ী শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে গেল দিমুথ করুণারত্নের দল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৯.২ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মাত্র ১৬.১ ওভারেই কোনও উইকেট না হারিয়ে সেই রান টপকে যায় নিউজিল্যান্ড। মার্টিন গাপটিল ৭৩ ও কলিন মুনরো ৫৮ রানে অপরাজিত থাকেন।
এই ম্যাচের দ্বিতীয় বলেই লাহিরু থিরিমানের (৪) উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর করুণারত্নে (৫২ অপরাজিত) ও কুশল পেরেরার (২৯) জুটি শ্রীলঙ্কাকে লড়াইয়ে ফেরালেও, ৪৬ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ৬০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর আর শ্রীলঙ্কার পক্ষে বড় রান করা সম্ভব হয়নি। করুণারত্নে ও কুশল পেরেরা ছাড়া দুই অঙ্কের রান করেন একমাত্র থিসারা পেরেরা (২৭)। নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন ম্যাট হেনরি ও লকি ফার্গুসন।
১৩৭ রানের টার্গেট কোনও অর্থেই কঠিন ছিল না। গাপটিল ও মুনরোর ঝোড়ো ব্যাটিংয়ে সেই টার্গেট আরও সহজ মনে হয়। বিশ্বকাপে এই নিয়ে তৃতীয়বার ১০ উইকেটে ম্যাচ জিতল নিউজিল্যান্ড।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement