এক্সপ্লোর
খরার ফলে জলের অভাব, দক্ষিণ আফ্রিকায় এবার বাউন্সি পিচ হওয়ার সম্ভাবনা কম

কেপ টাউন: দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নামার আগেই ভারতীয় দলের জন্য আশার খবর। দক্ষিণ আফ্রিকায় প্রবল খরার কারণে জল ব্যবহারে বিধিনিষেধ জারি করা হয়েছে। ফলে পিচে সেভাবে জল দেওয়া সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় চেনা বাউন্সি পিচ এবার দেখা যাবে কি না, সে বিষয়ে খোদ পিচ প্রস্তুতকারীরাই নিশ্চিত নন। সেক্ষেত্রে ভারতীয় ব্যাটসম্যানদের সুবিধা হতে পারে। দক্ষিণ আফ্রিকায় বহু বছর পরে এরকম খরা দেখা দিয়েছে। প্রতিদিন নাগরিক-পিছু ৮৭ লিটারের বেশি জল ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে সরকার। ফলে মাঠে যথেষ্ট পরিমাণে জল দেওয়া যাচ্ছে না। শুক্রবার থেকে নিউল্যান্ডসে প্রথম টেস্ট শুরু হতে চলেছে। তার আগে পিচের অবস্থার বিষয়ে মাঠকর্মী ইভান ফ্লিন্ট বলেছেন, ‘এই মাঠে নলকূপের ব্যবস্থা থাকায় পিচে রোজই জল দেওয়া সম্ভব হচ্ছে। কিন্তু আউটফিল্ডে সপ্তাহে দু’বারের বেশি জল দেওয়া হচ্ছে না। তাই আউটফিল্ড শুকনো থাকবে। আমরা যেরকম ঘাস আশা করে থাকি, এবার আউটফিল্ডে সেটা দেখা না-ও যেতে পারে। উইকেটে তাজা ও পাতলা ঘাস রাখাটাই চ্যালেঞ্জ। সেটা হলে উইকেট থেকে পেসাররা সাহায্য পাবেন। বল যাতে না ঘোরে, আমাদের সেটা নিশ্চিত করতে হবে।’ জলের অভাবের মধ্যেও অবশ্য উইকেটে বাউন্স ও পেস থাকার বিষয়ে আশাবাদী ইভান। তিনি বলেছেন, ‘আমাদের এখন সকালে সামান্য বৃষ্টি আর দুপুরে রোদ দরকার। কিন্তু সেটা পাব কি না জানি না। সবাই কী চাইছে আমরা জানি। উইকেটে তাজা ঘাস রাখার চেষ্টা করছি। উইকেট যাতে শক্ত হয়, সেই চেষ্টাও চলছে। উইকেট রোল করা হচ্ছে। এর সঙ্গেই তাজা ঘাস রাখা চ্যালেঞ্জের। এই পিচ থেকে শুরুতে বোলাররা সাহায্য পাবেন। তবে ওয়ান্ডারার্স বা সেঞ্চুরিয়নের মতো পিচ হবে না এটা।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















