এক্সপ্লোর
Advertisement
জুলাইয়ের আগে টি-২০ বিশ্বকাপের বিষয়ে কোনও সিদ্ধান্ত নয়, দাবি নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধানের
করোনার জেরে বিশ্বের প্রায় সব ক্রীড়া প্রতিযোগিতাই বন্ধ হয়ে গিয়েছে।
ওয়েলিংটন: করোনা ভাইরাসের জেরে পিছিয়ে যেতে পারে টি-২০ বিশ্বকাপ। ক্রিকেটদুনিয়ায় তেমনই জল্পনা তৈরি হয়েছে। তবে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে দাবি নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান ডেভিড হোয়াইটের। তিনি জানিয়েছেন, জুলাইয়ের আগে পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।
করোনার জেরে বিশ্বের প্রায় সব ক্রীড়া প্রতিযোগিতাই বন্ধ হয়ে গিয়েছে। এক বছর পিছিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক গেমস। এ বছরের জন্য বাতিল হয়ে গিয়েছে উইম্বলডন। অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতাগুলিও হয় পিছিয়ে হয়ে গিয়েছে, নয়তো বাতিল হয়েছে। ফলে অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ হবে কি না, সে বিষয়ে প্রশ্ন রয়েছে।
আজ টি-২০ বিশ্বকাপের বিষয়ে আইসিসি-র বৈঠক হওয়ার কথা। তবে এই বৈঠকের আগেই নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান বলেছেন, ‘এ বছরের অক্টোবর-নভেম্বরেই টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে। এ বিষয়ে অনেক আলোচনা, পরিকল্পনা করার আছে। যদি কোনও সিদ্ধান্ত নিতে হয়, তাহলে জুলাইয়ে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে কিছু হবে না।’
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ক্রিকেট অস্ট্রেলিয়া আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার কথা ভাবছে। এ বিষয়ে আলোচনাও হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস জানিয়েছেন, ‘আমরা আশাবাদী, অক্টোবরেই টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে পারব। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি কী হবে, সেটা বোঝা যাচ্ছে না। ফলে পিছিয়ে যেতে পারে টি-২০ বিশ্বকাপ। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে মহিলাদের একদিনের বিশ্বকাপও হওয়ার কথা। সে বিষয়ে অবশ্য এখনই কোনও আলোচনা হচ্ছে না।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement