এক্সপ্লোর
স্পিনারদের বলে ধোনিই সেরা উইকেটকিপার, বলছেন ভারতের ফিল্ডিং কোচ

পোর্ট এলিজাবেথ: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকেই স্পিনারদের বলে সেরা উইকেটকিপার আখ্যা দিলেন জাতীয় দলের ফিল্ডিং কোচ রামকৃষ্ণণ শ্রীধর। তিনি বলেছেন, ‘ধোনির হাতের কাজ অসাধারণ। স্পিনারদের বলে তিনিই সেরা উইকেটকিপার। স্টাম্পিংয়ের ক্ষেত্রে ধোনির হাত বিদ্যুতের চেয়েও দ্রুতগতিতে চলে। এটা এমন এক নৈসর্গিক দৃশ্য, যেটা দেখে অদ্ভুত মনে হয়।’ শ্রীধর আরও বলেছেন, ‘বর্তমান সময়ে কোনও উইকেটকিপারই দক্ষতা ও রিফ্লেক্সে ধোনির চেয়ে এগিয়ে নেই। ধোনির উইকেটকিপিং অন্যরকম। তিনি নিজস্ব স্টাইলে কিপিং করেন। তা সত্ত্বেও তিনি বাকিদের চেয়ে এগিয়ে। ধোনির উইকেটকিপিং গবেষণার বিষয় হতে পারে। উইকেটকিপিং আমার মতে হল, ‘দ্য ধোনি ওয়ে’। ধোনির উইকেটকিপিং থেকে অনেককিছু শেখা যেতে পারে। ধোনি যা করেন, তরুণ উইকেটকিপাররা সেটা ভাবতেও পারেন না।’ ভারতীয় দল যখন নেটে অনুশীলন করে, তখন ধোনি বেশিরভাগ সময়ই ব্যাটিং অনুশীলন করেন। খুব অল্প সময়ই তিনি কিপিং অনুশীলন করেন। কিন্তু ম্যাচে তাঁকে সম্পূর্ণ অন্য রূপে দেখা যায়। দুর্দান্ত প্রতিবর্ত ক্রিয়ার পরিচয় দিয়ে তিনি একের পর স্টাম্পিং বা রান আউট করে সবাইকে চমকে দেন। ৩১৬টি একদিনের ম্যাচে ২৯৫টি ক্যাচ এবং ১০৬টি স্টাম্পিং করে রেকর্ড গড়েছেন ধোনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















