East Bengal FC: নেমেই গোল ইস্টবেঙ্গলের নতুন বিদেশির, তবু হারতে হল লাল-হলুদ ব্রিগেডকে
ISL 2023-24: এই জয়ের পর পয়েন্ট টেবিলে নিজেদের ছয় নম্বর জায়গা ধরে রাখল নর্থ ইস্ট ইউনাইটেড। ১৫ ম্যাচের শেষে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়ে গেল ইস্টবেঙ্গল।
গুয়াহাটি: লড়াই করেও হার মানতে হল লাল-হলুদ বাহিনিকে। আইএসএলের দ্বিতীয় লেগের (ISL Second Leg) প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ফের মুখ থুবড়ে পড়তে হল ইস্টবেঙ্গলকে (East Bengal FC)। নির্ধারিত সময়ের শেষে ২-৩ গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে নিল নর্থ ইস্ট ইউনাইটেড। ঘরের মাঠে যে দলকে পাঁচ গোলে হারিয়েছিল লাল-হলুদ জার্সিধারীরা।
সেই দলের কাছেই অ্যাওয়ে ম্যাচে হেরে গেল ইস্টবেঙ্গল। শনিবার নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে ইস্টবেঙ্গল হারল ২-৩ গোলের ব্যবধানে। ১৪ মিনিটেই দু’গোল হজম করে লাল-হলুদ ব্রিগেড। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল খায়। নতুন বিদেশি ফেলিসিয়ো ব্রাউন নেমেই গোল করলেন। তাতেও হার বাঁচাতে পারল না ইস্টবেঙ্গল।
এই জয়ের পর পয়েন্ট টেবিলে নিজেদের ছয় নম্বর জায়গা ধরে রাখল নর্থ ইস্ট ইউনাইটেড। ১৫ ম্যাচের শেষে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়ে গেল ইস্টবেঙ্গল।
FT| Defeat in Guwahati. 💔#NEUEBFC #JoyEastBengal #EastBengalFC #ISL10 #LetsFootball pic.twitter.com/FMmTdoTMEJ
— East Bengal FC (@eastbengal_fc) February 10, 2024
শনিবার গুয়াহাটির রাজীব গাঁধী স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে ২-৩ গোলে হারল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেন ক্লেটনরা সিলভারা। ভারতে পা রেখেই লাল হলুদ জার্সিতে অভিষেকে গোল পান ফেলিসিও ব্রাউন ফোর্বস। প্রথমে তিন বিদেশিকে নিয়ে শুরু করলেও দ্বিতীয়ার্ধের মাঝামাঝি দুই নবাগত বিদেশিকে নামিয়ে দেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেক হয় মেসির এক সময়কার সতীর্থ ভিক্টর ভাসকুয়েজের। কিন্তু বছরের প্রথম হার এড়াতে পারেনি ইস্টবেঙ্গল। নর্থ ইস্টের হয়ে জোড়া গোল টমি জুরিচের। অন্য গোলটি নেস্টরের। টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখল ইস্টবেঙ্গল।
সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ডার্বিতে যথেষ্ট ভাল ফুটবল খেলে কার্লেস কুয়াদ্রাতের দল। কিন্তু এদিন ছন্দপতন হল। শুরুতে গোল হজম করায় বেকায়দায় পড়ে যায়। সেই চাপ থেকে আর বেরিয়ে আসতে পারেনি ইস্টবেঙ্গল।
আরও পড়ুন : Sourav Ganguly: বাড়ি থেকে চুরি গেল সৌরভের লক্ষাধিক টাকার মোবাইল ফোন, পুলিশে অভিযোগ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।